![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসন্ত তুমি থাকতে
পারো না অদেখা,
পৃথিবী আজ নেই
যে একলা একা।
বসন্ত তুমি থাকতে
পারো না লুকিয়ে,
তোমার ঐ রূপ দেখার
জন্য পৃথিবী আছে মুখিয়ে।
বসন্ত তুমি থাকতে
পারো না করে অভিমান,
পৃথিবীর তোমার জন্য
করে মন আনচান।
বসন্ত তুমি থাকতে
পারো না , নিয়ে কালো
পৃথিবীর চোখে তুমি
হলুদেই মায়াবী ভালো।
বসন্ত তুমি থাকতে
পারো না একা
তোমার জন্যই পৃথিবীর
এই কবিতা লেখা।
ধনে পাতার ফুল মাথায়
হাতে নিয়ে হলুদ ফুল
বসন্ত তোমাকে করবে
বরন পৃথিবী নির্ভুল।
উৎসর্গঃ তোমাকে
( সবাইকে বসন্তের শুভেচ্ছা রইলো)
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৯
আখেনাটেন বলেছেন: ধনে পাতার ফুল মাথায়
হাতে নিয়ে হলুদ ফুল
বসন্ত তোমাকে করবে
বরন পৃথিবী নির্ভুল। -- বেশ বেশ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৪
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০১
রাজীব নুর বলেছেন: এবার সামু ব্লগে বসন্তের সেরা কবিতা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৪
কৃষ্ণ কমল দাস বলেছেন: অনেক ধন্যবাদ.............ভাই
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +