![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্পর্ক হলো পানির মত। পানির এক নাম যেমন জীবন অন্য নাম তেমনি মরন। ঠিক সম্পর্কও মানুষকে যেমন জীবন দান করে আবার মেরেও ফেলে।
কোন সম্পর্কের টানে অমানুষ ও মানুষ হয়। আবার সম্পর্কের অভাবে মানুষও অমানুষ হয়।
কখনো কোন সম্পর্ক বাঁচাতে মানুষ অন্য সম্পর্কে বলি দেয়। আবার কখনো সম্পর্ক মানুষ কেও বলি দেয়।
সম্পর্কের এই বিচিত্র খেলায় সবাই সুখী হতে চায়। কিন্তু একই সাথে সকল সম্পর্ককে সুখী করা প্রায় অসম্ভব। তাই মানুষকে নিজের ভালো থাকার সম্পর্ক গুলো বাঁচিয়ে রাখার অধিকার দেওয়া বা আদায় করে নেওয়া উচিত।
( ধন্যবাদ)
১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৭
কৃষ্ণ কমল দাস বলেছেন: মানুষ সব এ জানে । কিন্তু সবাই সব জানে না।
মন্তব্য করার জন্য ধন্যবাদ
২| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৩
নীল মনি বলেছেন: সম্পর্ক হল জলের মত।যে পাত্রে রাখবে সেই আকার ধারণ করবে।এই পাত্রগুলো কখনো বাবা,কখনো মা, কখনো স্বামী ইত্যাদি।
এই সম্পর্ক কেউ একা এগিয়ে নিতে পারে না।উভয়ের আন্তরিক প্রচেষ্টা সম্পর্ককে করে তোলে স্বগীয় কিংবা নরকীয়।
ব্যক্তি আপনি, আপনার আচরণ আপনার মূল্যবোধ প্রভাবিত করবে আপনার সম্পর্ককে।সম্পর্ক অধিকার আদায়ে নয় সম্পর্ক বেঁচে থাকে আন্তরিক ভালোবাসায়।
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৮:১০
কৃষ্ণ কমল দাস বলেছেন: আপনি আমার চেয়ে ভালো লিখেছেন। আমার এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে সেরা মন্তব্য। অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৯
নূর-ই-হাফসা বলেছেন: কিছু সম্পর্ক আছে কখনো আনন্দ দেয়না কষ্ট ছাড়া ।
কিছু সম্পর্ক থাকার জন্য থাকা ।
কিছু সম্পর্ক কেবল দরকারের জন্য ।
আর কিছু সম্পর্ক থাকে যাদের ছাড়া এক মুহূর্ত বাঁচতে ইচ্ছে করেনা ।
ভালো লাগলো আপনার কথা গুলো ।
আবার ফিরে এসেছেন তাহলে ।
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৮:১১
কৃষ্ণ কমল দাস বলেছেন: ফিরে আসতে হয়েছে। সবার ভালোবাসা উপেক্ষা করা কঠিন। আপনার কথাগুলো আমার ভালো লেগেছে। এমন কথা সহ পোষ্ট করেন ।
৪| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩৮
রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০০
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ
৫| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৯
সজিব ইসলাম বলেছেন: যে দেশে বছরের পর বছর একজন সম্যের রিপ্লেচ প্লেয়ার তৈরী করা যায় না, তাদের নিয়ে আশা করা কি বোকামি নয়?
১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৭
কৃষ্ণ কমল দাস বলেছেন: বোকারা আশা করে না।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩২
চাঁদগাজী বলেছেন:
সম্পর্ক-গুরু?
এগুলো নতুন কিছু নয়, মানুষ এগুলো জানেন; ভালোবাসা ইত্যাদি সঠিক কোন নীতি মানে না