![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলো না আজ দুজন
অন্ধকার গায়ে মাখি,
দেহ থাকবে অদৃশ্য
খোলা থাকবে আঁখি।
চলো না আজ দুজন
বাতাসের মধ্যে ভাসি,
দুজন দুজনার মধ্যে
একটু ঘুরে আসি।
চলো না আজ দুজন
গাছের সাথে বলি কথা,
দুজন মিলে শুরু করি
প্রেমের নতুন প্রথা ।
চলো না আজ দুজন
সূর্যকে দেবো না উঠতে,
ক্লান্ত সৃষ্টি চায়
একটু বেশি ঘুমাতে।
চলো না আজ দুজন
জোনাকিদের দেবনা জ্বলতে
অবাধ্য ভালোবাসায় কেউ
কিছু পারবে না বলতে।
("চলো না আজ দুজন" এই কবিতায় অতি কাল্পনিক কিছু দেখানোর চেষ্ঠা করেছি । যা বাস্তবে সম্ভব না।)
ধন্যবাদ
উৎসর্গঃ তোমাকে
২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৫
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ
২| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি খবর আপনার?
আপনি নাকি লেখা ছেড়ে দেবেন
সিদ্ধান্ত কি পরিবর্তন করেছেন
২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৬
কৃষ্ণ কমল দাস বলেছেন: জ্বী......................সিদ্ধান্ত পরিবর্তন করেছি।
৩| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুনে খুশি হলাম।
খারাপ সিদ্ধান্ত পরিবর্তন করাই ভালো। লিখতে থাকুন।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৪
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ......আপনাকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মোটামুটি ভালোই হয়েছে।