![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তীব্র মন খারাপ হলে
তুই কাঁদবি কার কাছে?
তোর জন্য আমার
ভালোবাসা এখনো আছে।
তীব্র একলা হলে
তুই থাকবি কার কাছে?
তোর জন্য এখনো
মনের জায়গা খালি আছে।
তীব্র কান্না পেলে
তুই যাবি কার কাছে?
তোর চোখের জল এখনও
মোছার ক্ষমতা আমার আছে।
তীব্র ভয় পেলে
তুই দৌড়ে যাবি কার কাছে?
তোকে সাহস দেওয়ার মত
সাহস আমার আছে।
তীব্র অসহায় হলে
তুই সাহায্য চাইবি কার কাছে?
তোকে সাহায্য করার মত
ধন এখন আমার আছে।
----------------------------
তোকে কথা দিয়েছিলাম
যাবো না কখনো ছেড়ে
আমার ভালোবাসার কাছে
তুই সারা জীবন যাবি হেরে।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০১
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।