![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আজ একলা
তাতে পাই না আমি ভয়,
সূর্যও তো ভীষন একলা
তবুও আছে পৃথিবীময়।
আমি আজ একলা
তাতে আসে না চোখে জল
পৃথিবীও তো একলা
নিয়ে অসীম বল।
আমি আজ একলা
তাতে আমি নই দূর্বল
আমার ইচ্ছেগুলো সব
শক্তি হয়ে বানাবে দল।
আমি আজ একলা
তাতে আমি নই আশাহীন
একাই আমি একদিন
পরপারে হবো অন্তনীল।
ধন্যবাদ
২| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৬
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৬
কাওসার চৌধুরী বলেছেন:
কবিতার নাম- একলা চলরে।