![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জানি তুমি
বৃষ্টি দেখছো একা,
কোন এক সময় দুজনের
বৃষ্টিতে হতো দেখা।
এখনো বৃষ্টি আমায় ভেজায়
তোর পাড়াতে গেলে,
হয়ত অবুঝ বৃষ্টি চায়
তোমার দেখা মেলে।
বৃষ্টি এখন আসে লুকাতে
আমার চোখের জল,
অভিমানের বাধার কাছে
ফুটছে না আর শতদল।
বৃষ্টি হয়ত এখনো
তোমায় দেয় আমার খবর
অবুজ বৃষ্টি জানে না
তুমি হয়ে গেছো আমার পর।
( বৃষ্টি তুমি সৃষ্টিকে বাঁচিয়ে রাখো। কিন্তু ভালোবাসাহীন সৃষ্টি তো মৃত। প্রাণহীন সৃষ্টিতে বৃষ্টি মূল্যহীন। )
ধন্যবাদ
১৪ ই মে, ২০১৮ রাত ১০:৪৬
কৃষ্ণ কমল দাস বলেছেন: বৃষ্টি কোন মেয়ের নাম নয়...........মন্তব্য করার জন্য ধন্যবাদ।
২| ১৪ ই মে, ২০১৮ রাত ১০:০০
ফজল বলেছেন: খুব সুন্দর।
১৪ ই মে, ২০১৮ রাত ১০:৪৭
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ
৩| ১৪ ই মে, ২০১৮ রাত ১১:৩২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাক্, এই কবিতা বুঝতে পেরেছি....
গানঃ
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়ল তোমায়...
১৪ ই মে, ২০১৮ রাত ১১:৪২
কৃষ্ণ কমল দাস বলেছেন: হাহাহা
৪| ১৫ ই মে, ২০১৮ সকাল ১০:২৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৫ ই মে, ২০১৮ রাত ১১:১৫
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৮ রাত ৯:৪৫
কাওছার আজাদ বলেছেন: ওয়াও দারুণ প্রকাশ। বাট, বৃষ্টি কোনো মেয়ের নাম নয় তো!