![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের তারা গুলো
হয়ে আছে সব জড়ো,
স্বপ্ন গুলো মানুষের
হয় অযথা খুব বড়।
মানুষ ছুটে স্বপ্নের
টানে সারা জীবনভর,
স্বপ্ন পূরনের টানে
অনেকে হয় পর ।
বাস্তবতার শূন্য জালে
স্বপ্ন গুলো খুজে চলে,
বৃদ্ধরা বোকার মত
ভবিষৎতের কথা বলে।
আজ কষ্ট করলে
কাল পাবে সুখ ,
এমন ভেবে মানুষগুলো
হয় প্রতিনিয়ত বেকুব।
আসলো স্বপ্ন হলো
মিছে মরিচীকার চাঁদ,
মানুষ বুঝতে পারে
না এই ফাঁদ।
স্বপ্ন নয়, নাও
কঠিন দৃঢ় সংকল্প,
জীবনের কাছে মানুষ
তুমি দুঃখ পাবে অল্প।
মানুষ তুমি যা চাও
সৃষ্টিকর্তা দেবে তাই,
পুরুষ্কার লাভ করার
মত কঠিন সংকল্প চাই।
( স্বপ্ন কখনো পূর্ন হয় না । কারন স্বপ্ন কখনো শেষ হয় না । তাই সুখী হতে স্বপ্ন নয় সংকল্প দরকার । কোন কাজে দৃঢ় সংকল্প থাকলে তা সফল হবেই।)
ধন্যবাদ
১৬ ই মে, ২০১৮ রাত ১০:৫২
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ।
২| ১৭ ই মে, ২০১৮ রাত ১:৪৬
অর্থনীতিবিদ বলেছেন: স্বপ্ন আসলেই মরিচীকা।
১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৩৪
কৃষ্ণ কমল দাস বলেছেন: সহমত
৩| ১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৪২
রাজীব নুর বলেছেন: ভালো।
দশে ছয় দিলাম।
১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৩৪
কৃষ্ণ কমল দাস বলেছেন: অনেক বেশি মার্ক........................
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৮ রাত ১০:৪৯
অনুতপ্ত হৃদয় বলেছেন: খুবই সুন্দর হয়েছে …………
অনেক ভালো লাগলো