![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরের চোখে
কখনো আসে না ঘুম
শহর ঘুমালে আমরা
কেমনে বেঁচে থাকুম।
আমাদের ঘামে যন্ত্রগুলো
পিপাসা মিটিয়ে বলে ,
সমৃদ্ধ এক আগামীর
স্বপ্ন দেখিয়ে চলে ।
সেই স্বপ্নের মোহে
আমারা আশা বাধি বুকে
কোন এক দস্যুর থাবায়
সব স্বপ্ন যায় চুকে।
কখনো ধসে পড়ে ভবন
কখনো তালাবদ্ধ আগুন
নিয়ে যায় সব স্বপ্ন
নিয়ে যায় সব ফাগুন।
মৃত্যুর মিছিলে সবার
আমরা থাকি আগে
মালিকরা সব সুযোগ বুঝে
পেছন দিয়ে ভাগে।
আমাদের রক্তে যদি
দেশ যায় গড়া
তবে আমরা যুগে যুগে
দেশের জন্য পড়ব মরা ।
আমার রক্তে গড়া
দেশে থাকবে কারা?
মালিক আর শোষক শ্রেনি
হয়ত থাকবে তারা।
আমার ছেলেকে ওরা
হতে দেবে না মানুষ
এতেই উড়বে এদের
শোষনের মস্ত ফানুস।
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৫
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ......শেষ দুই প্যারা থাক .....বাকী কবিতা উপভোগ করুন।
২| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১২
রাজীব নুর বলেছেন: আর একটু গুছিয়ে লিখতে চেষ্টা করুন দাদা।
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৪
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ.....পরের বার অবশ্যই চেষ্টা করব ।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫৭
এ.এস বাশার বলেছেন: শেষের দুটি প্যারা বুঝিনি । সব মিলিয়ে ভাল। শুভকামনা আপনার জন্য।