নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

ব্যাচেলর ও বাড়ি ভাড়া

২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৫

খোলা বেলকুনিতে আর
দেখা যায় না অন্তরর্বাস
পাশে শুরু হয়েছে
ব্যাচেলর দের বাসবাস।

ব্যাচেলর গুলো মানুষ
নামের মূর্তিমান ভয়
বাড়িওয়ালা তাই না
পারতে কোন কথা কয়।

বাড়িওয়ালা যদি হয়
অবিবাহিত মেয়ের বাবা
ব্যাচেলরদের নাম শুনলে
মনে হয় পড়ল বুঝি থাবা।

অনেক বলে বাড়িওয়ালাকে
করলাম একটু রাজি
যদি শর্ত মানতে পারি
তবে থাকতে পারবো আজি।

শর্ত হলো অধিক ছোট
প্যান্ট পরে চলাচল মানা
নিজের ঘরে ছাড়া অন্য
কোথায়ও বিড়ি টানা মানা।

বিকাল বেলা যাওয়া
যাবে না কখনো ছাদে
যদি খুব দরকার হয়
তবে যেতে হবে রাতে।

প্রেমিকা যদি কারো
থেকে থাকে পাশে
তারা যেন কখনো
রুমের মধ্যে না আসে।

অযথা বেলকুনিতে গিয়ে
যাবে না দাড়ানো
নিময় গুলো না মানলে
লাগবে ঘর হারানো ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।

২| ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৫

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: আহা ব্যাচেলর :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.