![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জমাট কষ্টে চাঁদের গায়ে
লেগেছে আজ গ্রহন
জ্যোৎস্না আলো হীন হয়ে
হয়েছে জোনাকির মরন।
জোনাকি চেয়েছিল মরতে
জ্যোৎস্না স্নাত এক রাতে
সৃষ্টি কি পারতো না
তাকে জ্যোৎস্না পর্যন্ত বাঁচাতে?
হয়ত স্বর্গে কোথাও
পড়ছে আলোর টান,
তাই জ্যোৎস্না পাগল
জোনাকির নেওয়া হল প্রান।
স্বর্গে কি জ্যোৎস্না আছে?
আছে কি পূর্ন চাঁদ?
যদি থাকে তো
জোনাকি মরেও পাবে স্বাদ।
জোনাকি যদি কখনো
ধরায় আসো ফিরে ,
তোমার জন্য জ্যোৎস্না
রাখবো আগলে নীড়ে।
মৃত্যুর ডাক কেউ
করতে পারে না হেলা,
যেতে হবে সবারই
যখন হবে বেলা।
২| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০২
রাকু হাসান বলেছেন:
ভাল লেগেছে । জোনাকি আকুতি নিয়ে কবিতা
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।