![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার সাথে আমার
হবে না আর কথা
এই নিয়ে নেই
আমার মনে ব্যাথা।
তোমার সাথে অন্য
কারো হবে কথা
এই নিয়ে আমার
যত মনে ব্যাথা।
আমি চাই না তুমি বলো
অন্য কারো সাথে কথা,
কারন তুমি তাকেও
দিবে মনে ব্যাথা।
মনে ব্যাথা দেওয়া এখন
হয়েছে তোমার কাজ ,
তাই তুমি আজ বিসর্জন
দিয়েছো নিজের লাজ।
একদিন ভালোবাসবে না কেউ
সবাই চাইবে কাম
কারন ততদিনে হয়ে
যাবে তোমার শত দুর্নাম।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ...........
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: বাহ !!
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২০
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫
সনেট কবি বলেছেন: সুন্দর