![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুয়াশার ভালোবাসা গায়ে
জড়িয়ে তুমি এলে
আমি যেন শীতঘুম থেকে
উঠলাম চোখ মেলে।
কি সিন্ধ সে রূপ,
গলায় সাদা মালার থোকা
সাদাশাড়ি লাল পাড়
সব মিলিয়ে কুয়াশায় একাকার।
সাদার মাঝে ফুল হয়ে
ফুটে তোমার লাল ঠোট
সে ঠোট সূর্য হয়ে
সৃষ্টিকে বলছে , ওঠ!
আমি ঘুম চোখে উঠে
ধরলাম তোমার আঙ্গুল
তুমি কানে কানে বললে
দেরি আছে এখনো ফাল্গুন।
তোমাকে পেতে যদি
লাগবেই ফাগুন
তবে কেন এখন এলে
জ্বালিয়ে রূপের আগুন ।
তুমি এলেই শীত
হয়ে যায় বসন্ত
তবে কেন বলো
অপেক্ষা করবো অনন্ত?
-----------------------
তুমি বললে হেসে
আমায়; তুমি যদি না জাগো
তবে যে বসন্ত
আসবে না আদো।
তোমাকে জাগাতে আমি
এই কুয়াশা সাজে
ওঠো জীবনকে সাজাও
বসন্ত রং মাঝে।
(প্রকৃত ভালোবাসা সব সময় জীবনের কঠিন সময়ে আসে, আপনাকে দিতে সাহস , অনুপ্রেরনা আর সাফল্য লাভের শক্তি। আপনার মাঝে ঘুমিয়ে থাকা অপার শক্তিকে জাগিয়ে দেয় প্রকৃত ভালোবাসা)
০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
কৃষ্ণ কমল দাস বলেছেন: আমি আপনার সাথে এক মত না । আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা বাপ মার ভালোবাসা কোন দিন পায় নাই। তাদের জীবন বদলে গেছে অন্য কারো ভালোবাসায়, অন্য কারো অনুপ্রেরনায়।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
সনেট কবি বলেছেন: বেশ
০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৬
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৯
রাজীব নুর বলেছেন: ভুল কথা।
ভালোবাসা কিচ্চছু না। ফালতু ব্যাপার। তবে বাপ মার যে ভালোবাসা সে ফালতু নয়।
বাপ মার ভালোবাসা ছাড়া অন্য সব ভালোবাসা ফালতু। অপ্রয়োজনীয়।