![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব ইচ্ছে গুলো
মেলছে না আজ ডানা
এই পৃথিবী জুড়ে
দিয়েছে হাজার মানা।
আমি আজ হয়েছি
ব্যাকুল পেতে স্বাধীনতা,
পৃথিবী তুমি শুনতে
কি পাও আমার অাকুলতা?
যদি আমার ডাকে
না দাও সাড়া
আমি একাই হবো
স্বাধীনতার জন্য খাড়া।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৮
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: শিরোনাম হীণ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৪
কৃষ্ণ কমল দাস বলেছেন: জ্বী ভাই
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৫
রাফা বলেছেন: পুরো পৃথিবিটাই হিরক রাজার দেশে পরিনত হোতে চলেছে।
স্বাধীনতা শুধুই সোনার হরিণ।
সহজ সরল কথার মিনি কবিতা ।
ধন্যবাদ,কৃ.ক.দাস।