![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহর ছেড়ে
চলে গেছে ভগবান
শহরের ওপর হয়েছে
তার খুব অভিমান।
এই শহর তো
জ্বলছে সবার সমানে
কেউ জানে না
নিভাবে তা কেমনে?
এই শহর তো
হয়ে গেছে লাশ
চোখের জলে শুধু
বাড়ে স্বজনহারা দীর্ঘশ্বাস।
এই শহর তো
ডুবে গেছে চোখের জলে
নৌকো করে এখন
তাই রাজারা চলে।
২| ২৩ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৪
সেজুতি_শিপু বলেছেন: দীর্ঘশ্বাস। ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।