![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যেথায় থাকি
সেথায় দেখা যায় না
আকাশ, মাটি আর মানুষ
এখানে শুধু আছে
কান্না, ক্ষুধা, কষ্ট আর
হতাশার অাগুনে উড়া ফানুস।
এখানে সবাই খালি ছোটে
অজানা এক গন্তব্যহীন পথে
আমি যেথায় থাকি
সেথায় মানুষগুলো সুখ খোঁজে
টাকার ভাঁজে ভাঁজে।
অন্ধ মানুষগুলো বোঝে না
সুখ খুঁজতে টাকা
আসে না কাজে।
এখানে সবাই ক্লান্ত বাঁচার টানে
বেঁচে থাকাই যেন জীবনের মানে।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।