![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে দিন সকালে খুব বৃষ্টি হচ্ছিলো। আমি কলেজের পাশে ভাঙ্গাচোরা যাত্রী ছাওনীতে বসে আছি। পা হতে মাথা পর্যন্ত ফরমাল ড্রেস। এত বৃষ্টি যে রাস্তার ওপার দেখা যাচ্ছে না।
আজ আমার চাকরির প্রথম দিন। প্রথম দিন লেট হবে, ব্যাপার টা ভালো লাগছে না। চাকরিতে যোগদান করতে হলে রাস্তা পার হয়ে কলেজে যেতে হবে। রাস্তা পার হওয়া এখন চাকরি পাওয়ার চেয়ে কঠিন মনে হচ্ছে।
সময় যাচ্ছে, আর আমার চিন্তা বাড়ছে। হঠাৎ এক চা বিক্রেতা যাত্রী ছাওনীতে হাজির।
--মামা কি বৃষ্টি শুরু হইলো, রোড তো পদ্মা নদী হইয়া গেছে।
--- আপনি কি সাঁতার কেটে আসলেন?
-- মামা কি যে কন। চা খাবেন?
--- পকেটে টাকা নাই।
আমার কথা শুনে চা বিক্রেতা একটুও আবাক হলেন না।
-- কোন কোম্পানির ঔষধ বেচেন? টেকা দেয় না?
--- কলিকাতা হরবাল।
--- এই সব তো ভুয়া কোম্পানি। কাম হয় না।
--- আপনি ব্যবহার করেছেন?
-- মাম যে কি কন। শরম দিলেন। আল্লাহ ইচ্ছায় আমার বউ দুই টা।
চা বিক্রেতা সাথে এই সব ব্যাপার নিয়া কথা বলতে ইচ্ছা করতেছিলো না। তাকে ৫০০ টাকার নোট দিয়ে বললাম একটা নেভী সিগারেট দাও। আর ভাগো।
---মামা টেকা তো ভাঙ্গতি নাই।
-- আমি এই কলেজের বাংলা বিভাগের শিক্ষক। ভাংতি করে রাখবেন পরে দেখা হলে নিয়ে যাবো।
--- মামা আমার দেখা কই পাইবেন আমি তো এই এলাকার না।
-- তাহলে পাঁচশ টাকার সিগারেট দিয়া দাও।
---- এতো টাকার নেভী সিগারেট তো নাই।
--- তাইলে অন্য ব্রান্ড মিলেয়ে দেন।
-- এই লন মামা, ভুল হইছে মামা না স্যার।
সিগারেট বিক্রেতা চলে গেলো। কিন্তু তার বলা শেষ কথাটা বুঝিয়ে দিলো কিছুদিন আগের আমি আর আজকের আমির মধ্যে পার্থক্য।
(কাল্পনিক)
৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৭
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ
২| ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪০
পবন সরকার বলেছেন: ভালো লাগল।
৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৫
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ
৩| ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৬
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সুন্দর হইছে।
৪| ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৬
রূপক বিধৌত সাধু বলেছেন: জমল না।
৫| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৪
নেওয়াজ আলি বলেছেন: দারুণ , শুভেচ্ছা সতত ।
৬| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৩
রাজীব নুর বলেছেন: আহা !!
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৫
ব্লগার_প্রান্ত বলেছেন: এভাবেই অর্থ আমাদের বিবর্তন ঘটায়।
সুন্দর+