![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না পারছি ভালোবাসতে
না পারছি দূরে ঠেলতে
না পারছি তাকাতে
না পারছি চোখ মেলতে।
না পারছি আসতে
না পারছি যেতে
না পারছি ফেলতে
না পারছি খেতে।
না পারছি মরতে
না পারছি বাঁচতে
না পারছি ধরতে
না পারছি ছাড়তে।
না পারছি কাঁদতে
না পারছি হাসতে
না পারছি ডুবতে
না পারছি ভাসতে।
( জীবন থমকে যায়। দিশাহীন হয়ে যায়। কেন এমন হয়? হয়ত কোন নতুন শুরু আগে বিশ্রাম)
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৮
কালো যাদুকর বলেছেন: না কবিতা।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৪
নেওয়াজ আলি বলেছেন: ভালোবাসা ।