![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলো একটা কবিতা লিখি
সেই কবিতায় থাকবে
ক্ষুধার্তদের হাহাকার আর
ধণীদের ফুর্তির চিৎকার।
কবিতায় আরোও থাকবে
ক্লান্ত পৃথিবীর চোখের জল
সুখ খোজা মানুষ গুলোর
পাওয়া অতি সুখের ফল।
আমরা লিখবো খাঁচায় বন্দী
মানুষের বিরক্তির কথা
যারা নিজেদের ভাবে বৃক্ষ
বাস্তবে তারা স্বর্ণলতা।
চলো শেষ করি কবিতা
আঁকতে হবে শূণ্যতার ছবিটা।
২| ২৬ শে মার্চ, ২০২০ রাত ৮:২৪
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন আপনাকে।
৩| ২৬ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৪| ২৬ শে মার্চ, ২০২০ রাত ১০:০৩
নেওয়াজ আলি বলেছেন: দারুণ লেখা ,বেশ ।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০২০ রাত ৮:১৮
কবীর হুমায়ূন বলেছেন: আমরা ভাবি বৃক্ষ; আসলে স্বর্ণলতা!
দারুণ অভিব্যক্তি। ভালো লাগা। শুভ কামনা কবি কৃষ্ণ কমল দাস।