![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই তো তুমি, ছিলে
আমার চোখের সামনে
হাজার শব্দের মাঝেও
বলার মত একটিও পাইনি খুঁজে।
নুপুরে শব্দ এখন
বাজুক না রাতে
আমি সাপ হব
তুমি হবে সাপুড়ে।
নিজেকে দিলাম সপে
তোমার বক্ষ জুড়ে
তোমার রূপের অগ্নিতে
আমার আখি পোড়ে।
বর্ষার কদমমাখা ভোরে
তোমার ওষ্ঠ দ্বারে
আমি পড়ন্ত বৃষ্টির ফোটা
হয়ে ঝরবো অঝোরে।
তুমি চলে গেলে
মুচকি হাসি হেসে
আমি যেন ভেসে
গেলাম ভালোবেসে।
( কোন এক অপরূপ সুন্দরির প্রেমে পড়লো বৃষ্টি ফোটা)
এই কবিতা পড়ে যদি কারো মনে হয় সময় নষ্ট হয়েছে তাহলে আমি দুঃখিত। অগ্রিম ক্ষমা প্রার্থী।
২| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:১৪
রাজীব নুর বলেছেন: এখন আজাইরা আছি। তাই আজাইরা কবিতা পাঠ করলাম।
৩| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১১:২১
নেওয়াজ আলি বলেছেন: অনন্য
৪| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:০৪
রিফ্রাক্শন বলেছেন: আমি সাপ হব, তুমি হবে সাপুড়ে।
অযাচিত হলেও ভালো লেগেছে