![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রচণ্ড রোদে,
চৌচির হয়ে যাওয়া ভূমি দেখেছো?
পাকা ফল পাখির ঠোঁটের আঘাতে
ক্ষত -বিক্ষত হতে দেখেছো?
তুমি কি দেখেছে
সুন্দর আমকে কিভাবে পোকারা
ভিতরে ভিতরে কষ্ট দেয়?
বরই গাছের ডালে ঝুলে
বাদুর সেই বরই খেয়ে
বমি করতে দেখেছো?
তুমি কি দেখেছো
মেঘের ডাকে উঠে আসা
কই মাছের মৃত্যু?
এই সব যদি
তুমি না দেখে থাকো
তবে কেমনে তুমি
আমার মনে মন রাখো?
তুমি দেখেছো
রাস্তায় জমাট গাড়ি
দেখেছো ধুলোবালির
অদৃশ্য বাড়ি।
তুমি দেখেছো কাচঢাকা
চকচকে ক্যাফে
তুমি খেয়েছো খাবার
কাটা চামুচ চেপে।
তুমি দেখেছো
জীবনের কৃত্রিমতা
আমি দেখেছি
প্রকৃতির মানবতা।
২| ৩১ শে মার্চ, ২০২০ রাত ৯:০০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩| ৩১ শে মার্চ, ২০২০ রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: কবিতা পড়লেই আমার কবিতা লিখতে ইচ্ছা করে। কিন্তু আমি কবিতা লিখতে পারি না।
৪| ৩১ শে মার্চ, ২০২০ রাত ১০:৩২
নেওয়াজ আলি বলেছেন: অনুপম লেখা।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০২০ রাত ৮:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+