![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
---- নাম কি?
-- রবিউল আলম।
---- কেন সিভিল সার্ভিস এ আসতে চান?
-- স্যার, চাকরি টা আমার দরকার। কারন চাকরিই অনেক সময় যোগ্যতার মাপকাঠি হয়।
---- চাকরি টা হলে কাকে আগে জানাবেন?
-- স্বর্ণা কে।
---- স্বর্ণা আপনার কি হয়?
-- সাবেক প্রেমিকা।
---- কেন বলুন তো? বাবা - মা ছাড়া তাকে কেন আগে বলবেন?
-- স্যার আমার বাব মা নেই। চাইলো বলতে পারবো না।
---- সাবেক প্রেমিকাকে কেন বলবেন?
-- তাকে বোঝাতে তার ফ্যামিলির চেয়ে তার পছন্দ ভালো ছিলো।
---- মিঃ রবিউল, আর যদি চাকরি না হয়?
-- আবার চেষ্টা করবো। চেষ্টা করে যাবো।
---- আচ্ছা আপনি যান। আর একটা কথা রাগ বেশি দিন পুষে রাখবেন না। ভালোবাসা পুষে রাখুন।
-- চেষ্টা করবো স্যার। আমার জন্য দোয়া করবেন।
জীবনের ২য় চাকরির ভাইবা। কোন দিন চিন্তাও করি নাই। এমন ভাইবাও হতে পারে। কোন বিষয় ভিত্তিক প্রশ্ন নাই। একটু আবাক হলাম।
রেজাল্ট দিলো দুই টা জবের। অামার দুইটা জবই হয়। একদিন একটা জব ছিলো না বলে প্রেমিকা চলে যায়। আজ আমার দুইটা জব। চাইলেও দুইটা ধরে রাখতে পারবো না। মানুষ সব ধরে রাখতে পারে না।
---- আমার এখন দুইটা জব? তোমাকে কি দুইবার বিয়ে করা যাবে এখন?
-- রবি, তুমি জানো আমার অবস্থা। কেন আমাকে দোষী বানাচ্ছো।
---- জীবনের কিছু সময় মানুষকে দৃঢ়তা দেখাতে হয়। বোঝাতে তার ব্যক্তিত্ব আছে। জীবনে এক বিশাল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুমি নিজে নিতে পারলে না। তুমি তো পুতুল।
-- হ্যাঁ আমি পুতুল। রাখি।
মানুষ ভুল থেকে পালাতে চায়। কিন্তু পালাতে পারে না।আমি জানি স্বর্ণা সারা জীবন অনুতাপ করবে। আর আমি না পাওয়ার যন্ত্রনা বয়ে যাবো।
কিছু সিদ্ধান্ত মানুষের নিজে নিতে হয়। কারন জীবনটা একটা সময় পর শুধুই নিজের। যারা আপনার জীবনের আজকের সিদ্ধান্ত নিবে কাল হয়ত তারা থাকবে না। কিন্তু তাদের নেওয়া সিদ্ধান্তের ফল আপনাকেই ভোগ করতে হবে।
২| ০৪ ঠা এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৮
নেওয়াজ আলি বলেছেন: খুব জানতে ইচ্ছে করে তুমি.........
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: উত্তম কথা।