নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

---

০৩ রা মে, ২০২০ সকাল ৮:১৭

তপ্ত ভূমিও বৃষ্টিতে এক সময় শান্ত হয়। প্রচণ্ড বৃষ্টিও মিষ্টি রোদের আলোয় অদৃশ্য হয়। বর্ষায় পূর্ণ জলাধারও শীতে শূন্য হয়।সকালের শিশিরও দুপুরে উড়ে যায়। প্রচণ্ড অবহেলাও শক্তিতে পরিণত হয়। খুব ভালোবাসাও ঘৃণায় মলিন হয়। মৃত্যুও জন্মের দ্বারা পূর্ণ হয়। কষ্টও এক সময় সুখে রূপ নেয়। যৌবনও সময়ের স্রোতে বার্ধক্যতে রূপ নেয়।

পৃথিবীর সব শক্তিই তার কোন বিপরীত শক্তি নিয়ে সৃষ্টি হয়। পৃথিবীরও বিশ্রাম শেষ হবে আবার দূষিত হবে সে। কিছু বার্ধক্য জড়া আর দূষন মুছে , পৃথিবী আবার নতুন করে শুরু করবে।

যদি বেচেঁ থাকি তবে
দেখা হবে নতুন করে
কোন এক নতুন
বিশুদ্ধ ভোরে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২০ সকাল ৯:২৬

জাফরুল মবীন বলেছেন: লেখকের সুন্দর উপলব্ধ প্রকাশে ভালোলাগা জানিয়ে গেলাম।

২| ০৩ রা মে, ২০২০ সকাল ৯:৩১

খায়রুল আহসান বলেছেন: আশাকরি বেঁচেও থাকবেন, এবং দেখাও হবে!
বিপরীত শক্তি ভারসাম্য রক্ষার এক প্রাকৃ্তিক উপায়।

৩| ০৩ রা মে, ২০২০ দুপুর ১২:৩১

নেওয়াজ আলি বলেছেন: পৃথিবী এখন অনেক শান্ত । তাই বেঁচে থাকবেন আশা করি

৪| ০৩ রা মে, ২০২০ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.