![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে খুব অাদর
করতে চাইছে মন
তোমার দেখা পাবো বলে
তোমার গলিতে আছি অনেকক্ষণ।
গলির কুকুরও খুব
খুব অাদরে মগ্ন
অামাকে দেখে তাদের
লাগছে খুব অসংলগ্ন।
কখন আসবে বলো না
কখন হবে অপেক্ষা অবসান
তোমার আদরের অপেক্ষায়
হৃদয় করছে অনচান।
আমার কি মনে হয় জানো?
তুমি আর আমি দুই
সৃষ্টিকর্তার বিপরীত সৃষ্টি
তুমি আকাশ হলে আমি মাটি
তুমি রৌদ্র হলে আমি বৃষ্টি।
হয়ত ভিন্ন আমাদের স্বভাব
কিন্তু অভিন্ন আমাদের অভাব,
আমি হয়ত একদিন থাকবো না
এই সব তোমাকে কবার। (বলা অর্থে)
( জীবন থেকে কি কৈউ কখনো হারিয়ে যায়? যায় না। মনের মধ্যে কোথাও না কোথাও ছোট্ট কুড়ে ঘর করে জায়গা করে নেয়। কুড়ে ঘর আর দালানও মাঝে মাঝে এক হয় কিন্তু সামাজিক বিধি মানুষে মানুষে এক অদৃশ্য ভয়ানক দেয়াল তৈরি করেছে। যা ভাঙ্গা প্রায় অসম্ভব।)
২| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪০
এমএলজি বলেছেন: ধন্যবাদ আপনাকে!
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪১
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:০৩
ইল্লু বলেছেন: সুন্দর