নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

মন

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৩

তুই বলতে পারিস?
আমি তোর হাত দুটো
পারি না কেন ছুঁতে?
কারন তোর হাত দুটো
এখন অন্য কারো হাতে;

সে তোর হাত দুটো নিয়ে
প্রেম প্রেম খেলায় মাতে,

ব্যাপারটা আমার ভালো লাগে না
রাগ হয় ভীষণ,

মন চায় তোকে করি শাসন,

কিন্তু আমার না শুধু
ভালোবাসার অধিকার আছে
নেই শাসনের।

শাসন করতে নাকি লাগে আসন
আসন পেতে লাগে ভালোবাসোন।

বড় দোটানাতে আছি রে
মন আর মাথা নিয়ে
মন বলে তোকে চাই সারাবেলা
মাথা বলে সবই মায়ার খেলা।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩২

শাহ আজিজ বলেছেন: চমৎকার , আবৃতি করে ফেললাম ।

০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৩০

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অতীত ভুলে যান, নতুন আনন্দ নিয়ে সামনে আগান

সুন্দর হয়েছে

০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৩৬

কৃষ্ণ কমল দাস বলেছেন: অতীত আমাদের অভিজ্ঞতা
বর্তমান আমাদের সৃষ্টি ক্ষেত্র
ভবিষৎ আমাদের কল্পনা।


তাই অতীত বর্তমান ভবিষৎ সবই গুরুত্বপূর্ণ। ভুলে যাবার সুযোগ নাই।

মন্তব্য করার জন্য ধন্যবাদ

৩| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫২

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখনী। শুভকামনা রইলো।

০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৩৭

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ

৪| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:০৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: চুড়ি বিক্রি করতে যান, হাত ধরতে পারবেন,অথবা হাত দেখাবেন হাত।

০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৩৯

কৃষ্ণ কমল দাস বলেছেন: পাঠকের যে কোন পরামর্শ সম্মান যোগ্য কিন্তু গ্রহন যোগ্য নয়।
ধন্যবাদ

৫| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: কিছু বানান ভুল সত্ত্বেও, কবিতাটি ভাল লেগেছে। + +
তবে কবিতার ১৪ ও ১৫ নং পংক্তিদুটো ভাল লাগেনি। ও দুটো বাদ দিলে কবিতাটি আরো ভাল হবে বলে আমি মনে করি। অন্তমিলের জন্য 'ভালোবাসোন' শব্দটি অশুদ্ধভাবে ব্যবহার করা হয়েছে।
শাসন শব্দটি শুদ্ধভাবে একবার লিখা হয়েছে, অশুদ্ধভাবে দুইবার (শাষন)। তেমনিভাবে 'ভীষণ' শব্দটি অশুদ্ধভাবে লিখা হয়েছে।(ভীষন)।

০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৪৬

কৃষ্ণ কমল দাস বলেছেন: বানান গুলো শুদ্ধ করার চেষ্টা করেছি। আর ভালোবাসোন শব্দটি কিছু আঞ্চলিকতা মেশানো। কবিতার দরকারে শব্দ বিকৃতি নতুন কিছু নয়।

তারপরও কিছু ভুল হলে আমি ক্ষমাপ্রার্থী।

৬| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৪৭

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.