নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

তোমায় ভালোবাসি না অনেক দিন

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫০

তোমাকে ভালোবাসতে
আমারও মন কাঁদো
কিন্তু কি করবো বল
আমি যে পড়েছি সমাজের ফাঁদে।

তুমি আর আমি ছোট্ট ঘরে
পাতাতাম ছোট্ট এক বাসা
তুমি আর আমি ছাড়া
সবাই চাইলো বাড়িটা হবে খাসা।

মা -বাবা, শশুর - শাশুড়ি
সবাই চায় রাজবাড়ি
তার লোভে দেশ আর
তোমার সাথে হলো আড়ি।

খাসা ঘর আর খাসা জীবন
এই সবের আশায় আমি প্রবাসী
তুমি পথ চেয়ে বসে আছো
আমি কখন ফিরে আসি।

একদিন সবই থাকবে
থাকবে না সময়
চোখের সামনে শুধু
থাকবে মৃত্যু ভয়।

সমাজকে বলে দিও
অর্থ বিত্ত সব ধোঁকা
তোমাকে ছেড়ে এসেছি
আমি প্রবাসী বোকা।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


যখন ফিরবেন, তখন দেরী হয়ে যাবে?

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫০

এম ডি মুসা বলেছেন: সময় দেওয়ার ্্ উচিত, এখন আধুনিক যুগে ভালো বাসা দূর রাখা ঠিক না , একটি শব্দ ভুল হয়েছে
কাঁদো,/< কাঁদে

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৭

ইসিয়াক বলেছেন: সুন্দর কবিতায় প্রবাস জীবনের প্রিয়ার কষ্টের আকুতি ধরা পড়েছে। দিনগুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় ,মিছে মরিচিকায়।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৬

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: যার ভালোবাসা পেতে আমরা সব ছাড়ি একদিন সেই আমাদের ছেড়ে চলে যায়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.