নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পড়তে ভালোবাসি। পছন্দ করি সৎ, পরিশ্রমী এবং ধার্মিক মানুষ।

অপু মাইক্রো

আমি পড়তে ও ছবি তুলতে ভালোবাসি। পছন্দ করি সৎ, পরিশ্রমী এবং ধার্মিক মানুষ। https://www.instagram.com/azizur_rahman_789/

অপু মাইক্রো › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ

২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৫১

পড়াশোনার সুবাদে আসা জাপানের কিউসু আইল্যান্ডের কুমামতো শহরে।ঋতু পরিবর্তনের সাথে সাথে চমৎকার সব প্রাকৃতিক সৌ্ন্দর্যের আবির্ভাব হয় এখানে।ক্যামেরায় সৌ্ন্দর্য্য ধরে রাখা এবং তা অন্যের কাছে উপলব্ধি যোগ্য করে উপস্থাপন করা সহজ কাজ নয়।তারপরেও চেষ্টা করছি নিজের ভালো লাগাকে ক্যামেরা বন্দি করার।


জাপানে শীতের শুরুতে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়তে শুরু করে।রাস্তায় পরে থাকা এইসব হলুদ পাতা বিভিন্ন সময় বিভিন্ন রুপ ধারন করে। তবে রাতের সৌ্ন্দর্য্য অসাধারন।



ওয়াটার ফল।



ওয়াটার ফল থেকে সৃষ্ট নদী



লকডাউনের সময় শান্ত নীরব ঝলমলে রাতের শহর।



সাকুরা ফুল



কোন এক গ্রীষ্ম কালের বিকাল।



এটা একটা সাস্পেনসন ব্রীজ।শীত কালে পিছনে থাকা গাছের পাতা গুলো বিভিন্ন রঙ ধারন করে যা দেখতে খুবই চমৎকার। কিন্তু এই ব্রীজটার একটা অদ্ভুত ব্যাপার হলো এখান থেকে লাফ দিয়ে অনেক লোক সুইসাইড করে।



চেষ্টা করেছিলাম রঙ্গিন পাতার সৌ্ন্দর্য্য ধরতে।



জাপানিজ বেজ বল



আজকে এই পর্যন্তই। বানান ভুলের জন্য আগেই ক্ষামা চেয়ে নিচ্ছি…………

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩০

ইসিয়াক বলেছেন:







ছবি গুলো সুন্দর। সাকুরা ফুলের ছবিটা বেশি ভালো লাগলো।

২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৫

অপু মাইক্রো বলেছেন: ধন্যবাদ@ইসিয়াক ভাই

২| ২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: বাহ!
সুন্দর।
ছবি আরো বেশি করে দিবেন। দেখতে ভালো লাগে।

২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৫

অপু মাইক্রো বলেছেন: ধন্যবাদ......

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১২

সাজিদ! বলেছেন: চমৎকার

২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪৮

অপু মাইক্রো বলেছেন: ধন্যবাদ.......

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০১

ৎৎৎঘূৎৎ বলেছেন: অসাধারণ ছবিগুলো। ভাল ছবি ক্যামেরায় ধরতে পারাটা অনেক আনন্দের।

০৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৫

অপু মাইক্রো বলেছেন: বোঝার জন্য আপনাকে ধন্যবাদ।এই অনুভূতি কেবল ফটোগ্রাফার ই বুঝতে পারে।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৮

জ্যাকেল বলেছেন: ফ্লিকারে আপ করে দিতে পারেন। দারুণ হইবে। এইখানে রেজুলেশন মাইনাস হইয়া গেছে।

০৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৭

অপু মাইক্রো বলেছেন: Next time I will try to up

৬| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৯

মনিরা সুলতানা বলেছেন: ছবি গুলো র মাঝে বিষণ্ণ ভালোলাগা আছে । দুর্দান্ত !

০৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৯

অপু মাইক্রো বলেছেন: বিষণ্ণ ভালোলাগা আছে কিনা জানি না তবে ভালো লাগা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.