![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইতো আমার দেশ, যার রূপের নাই কোন শেষ
শিক্ষায় উপর ভ্যাট আজব কান্ড!! সবাই অবগত যে, সাম্প্রতি সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার উপর সাড়ে ৭% ভ্যাট আরোপ করেন। ছাত্রছাত্রীরা প্রত্যক্ষ ভাবে প্রতিবাদ করতে না পারলেও পরোক্ষ ভাবে রাগের অন্ত নেই! শিক্ষায় খাজনা কথাটা শুনলেই কেমন যেন খটকা লাগে মনে। এমনিতেই আমাদের দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অতি নগণ্য। হাজারো স্টুডেন্ট এ প্লাস নিয়ে বসে আছে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না ততাপি এক প্রকার বাধ্য হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হচ্ছে। সবার ধারণা ছেলেটি বা মেয়েটি যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ছে সেহেতু তার বাবার অনেক টাকা। কিন্তু বাস্তবতা পুরাই উলটো। আসলে মেহেনতি মানুষের ঘাম জড়ানো কষ্টের টাকা। ভ্যাট যদি আরোপ করতেই হয় তাহলে বিড়ি বা সিকেরেটের উপর করলে ক্ষতি কি? আমার মতো নগণ্য মানুষ ব্লগে চিল্লাইয়া কোন লাভ নাই। সমাধান শুভ হউক এটাই মোর কাম্য।
©somewhere in net ltd.