![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইতো আমার দেশ, যার রূপের নাই কোন শেষ
বাংলা বানান ভুল লিখা আসলে কোন ভাবে কাম্য নয়। সাম্প্রতি ফেসবুকে নিচের ইমেজটি পেয়েছিলাম দেখে অনেকটা খারাপ লাগলো। ইমেজটা যদি সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস থেকে প্রকাশিত হয়ে থাকে তাহলে আপনার আমার সবারই কাছে হতাশা ব্যঞ্জক। কারণ দেশের এমন একটা বিদ্যাপীঠ থেকে এতোগুলো বানান ভুল লিখা কোন ভাবেই কাম্য নয়। ইংরেজিতে একটা কথা আছে 'স্লীপ অব পেন' মানুষের ভুল হতে পারে কিন্তু এটা কোন ভাবেই 'স্লীপ অব পেন' এর অন্তর্ভুক্ত নয়। আর যদি এই ইমেজটা ফেইক বা মিথ্যা হয় তাহলে যারা এমন ঘৃণ্য কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া উচিত। আপনার মতামত কামনা করছি।
০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
আতিকুর রহমান অপু বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
কল্লোল পথিক বলেছেন:
কিছু কওনের নাই।
০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
আতিকুর রহমান অপু বলেছেন: আসেন চুপ মাইরা থাকি
৩| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
ভোরের সূর্য বলেছেন: সহমত। আমাদেরকে সচেতন হতে হবে বানানের বিষয়ে। হয় আমরা সঠিক বানান টা জানিনা অথবা সঠিক বানান জানলেও সচেতন না থাকার জন্য বানান ভুল করে থাকি। উভয় ক্ষেত্রেই সচেতন হবে।
ও হ্যা আপনি লিখেছেন লিখা এই শব্দটি ভুল। সঠিক হবে লেখা কিংবা লেখা-লিখি
০২ রা মার্চ, ২০১৬ রাত ১০:৪৩
আতিকুর রহমান অপু বলেছেন: ধন্যবাদ আপনাকে
৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১:২১
মহা সমন্বয় বলেছেন: লেখাইছে হয়ত কোন আঁতেল কে দিয়া, ১০ ট্যাকা দিছে আর লেইখা দিছে ব্যাস হয়ে গেল।
আর যে সাইন করছে সে হয়ত চোখ বন্ধ করেই সাইন করে দিছে।
আর আমাদের সবকিছু এভবেই চলছে।
২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩
আতিকুর রহমান অপু বলেছেন:
৫| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৬
আরজু পনি বলেছেন:
যদি বিজ্ঞপ্তিটা সত্যি হয় তবে জানতে চাই কোথায় এটা? আমি যাচাই করতে চাই...
এতো ভুল অবশ্যই বর্জনীয়।
আপনি যেহেতু ফেসবুক থেকে পেয়েছেন তাহলে যার টাইমলাইন থেকে পেয়েছেন তাকে অনুগ্রহ করে জানুন সে এটা ঠিক কোথায় দেখেছেন ?
০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৩
আতিকুর রহমান অপু বলেছেন: অনেক আগে পেয়েছিলাম। কার টাইম লাইন থেকে পেলাম এখন মনে পড়ছে না। ঠিক আছে আমি বিষয়টা দেখছি।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
হামিদ আহসান বলেছেন: সহমত ........