নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে উপস্থাপন করার মতো আমার কিছুই নেই, তবে চেষ্টা করছি।

আতিকুর রহমান অপু

এইতো আমার দেশ, যার রূপের নাই কোন শেষ

আতিকুর রহমান অপু › বিস্তারিত পোস্টঃ

পুলিশ ভেরিফিকেশনে টাকা নেয়াকে ধিক্কার জানাই।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০২

আজকাল পুলিশ ভেরিফিকেশনের সময় টাকা নেয়া পুলিশের একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এর শেষ কোথায়? বা এর প্রতিকার কি? ধিক্কার জানাই সেই সকল পুলিশদের।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৩

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: এটা আজ কালকার বিষয় নয় সেটা যেদিন থেকে শুরু হয়েছে ঠিক সেদিন থেকে শুরু হয়েছে। নতুন বিষয় নয় । তবে তার প্রতিকার দরকার । জাগো মানুষ জাগো।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২১

আফসানা অর্থী বলেছেন: প্রতিকার চাই

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: দেশ স্বাধীন হওয়ার পর থেকেই যে পাসপোর্ট করেছে তাকেই এই টাকা দিতে হয়েছে।
আগে দুই শ' টাকা দিলেই হতো। এখন ১০০০ টাকার কম নিতে চায় না।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৮

আতিকুর রহমান অপু বলেছেন: কিন্তু এর প্রতিকার কি? কোন দিন কি আমরা কলঙ্ক মুক্ত হতে পারবো না?

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩০

বিষাদ সময় বলেছেন: আমার কাছ থেকে নিয়েছিল ২০০০ টাকা। সাম্প্রতিক টিআইবি অবশ্য পাসপোর্ট এর জন্য ভেরিফিকেশন ব্যবম্থা তুলে দেয়ার পরামর্শ দিয়েছে। তবে কোন লাভ হবে বলে মনে হয়না । কারণ এই বিশেষ শ্রেণীর রুজী রোজগারে হাত দেয়ার সাহস মনে হয় না কেঊ করবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৯

আতিকুর রহমান অপু বলেছেন: বিষয়টা নিয়ে পত্রিকায় বা ব্লগ লেখালেখি করা দরকার। হয় তো প্রব্লেম সল্ভ হবে না। তবুও আমাদের চেষ্টা করে যেতে হবে।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জানিনা তাদের কারো ছেলে মেয়ে ব্লগ পড়ে কিনা। তারা কী জানে তাদের পিতা প্রতি পাসপোর্টের জন্য এভাবে ১০০০/২০০০ করে নিচ্ছে বছরের পর বছর? হারামের টাকায় তারা পড়ালেখা করছে, বড় হচ্ছে...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫২

আতিকুর রহমান অপু বলেছেন: অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। বিষয়টা নিয়ে পত্রিকায় বা ব্লগ লেখালেখি করা দরকার। হয়তো প্রব্লেম সল্ভ হবে না। তবুও আমাদের চেষ্টা করে যেতে হবে।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

অত্র এলাকার বড় ভাই বলেছেন: পাসপোর্ট ভেরিফিকেসনের জন্য বাসায় গিয়ে চেক করার কথা.।তা না করে এরা ডেকে নিয়ে জায় কোন দোকানের চিপায়, যেখানে পরিস্থিতি তাদের আয়ত্তে থাকে - টাকা চাইতে সুবিধা হয়। (ছবিতে দেখুন)। লাল টিশার্ট পরা ভদ্দরনোক প্রথম দিন আমার কোনো কথাই শুনলেন না। আমার কিছুই ঠিক নাই তাই পাসপোর্ট হবেনা বলে খেদায় দিলেন। একদিন পর আমাকে নিজেই ফোন করে বললেন- "বিশেষ বিবেচনায় আপনার ভেরিফিকেসন্টায় ওকে দেয়া হবে, আপনি আসেন"। তার এক চেলা (নীল-সবুজ টিশার্ট) আমাকে চিপায় ডেকে বলল ২০০০ টাকা লাগবে, উপরওয়ালা কে টাকা খাওয়াতে হবে, এর নিচে হবে না। শেষে ১০০০ টাকা দিয়ে আসতে হইসে। আমাদেরকে দাড় করিয়ে রেখে আমাদের টাকা দিয়েই দেখলাম বাচ্চার জন্য ঈদ শপিং করে আসলো।

কেনো এদের উপর ঘেন্না ধরবেনা??!!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

আতিকুর রহমান অপু বলেছেন: আপনি আমি যতই বলাবলি করি, যতই লেখালেখি করি। কোন কাজ হবে না। এইখানে রাষ্ট্র প্রধানের হস্তক্ষেপ দরকার। যারা এমন কাজের সাথে জড়িত তাদের চাকুরিচ্যুত করা উচিত। এইসব অসৎ লোকের জন্য দেশ এখনো শত বছর পিছিয়ে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.