নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূর থেকে দূরে, আরো বহুদূর......... চলে যেতে হয়, কত স্মৃতির ছায়ায়, এই রোদ্দুরের নীচে, নীল সবুজের খেলাঘরে জীবন মেতে থাকে কত নিয়মের প্রতীক্ষায়...
কোন পোস্ট থেকে কমেন্ট ডিলিট করার কোন উপায় আছে কি? জানালে উপকৃত হতাম।
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫
আরাফাত৫২৯ বলেছেন: ভাই এই চিহ্ন খালি নিজের পোস্টগুলোতেই আসে। কিন্তু অন্যের পোস্টে আমি যে কমেন্ট করছি সেটাতে আসে না। তাই কমেন্ট মুছতে পারছিনা।
২| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩০
অনল চৌধুরী বলেছেন: নিজের লেখার মন্তব্য মোছা যায় কিন্ত অন্যের লেখার গুলি যায় না।
এটা চালু করা উচিত।
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫
আরাফাত৫২৯ বলেছেন: তাই দেখলাম ভাই। ধন্যবাদ।
৩| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩২
শায়মা বলেছেন: অন্যের পোস্ট থেকে ডিলিট করতে চাইলে সেই লেখককে অনুরোধ করো মুছে দিতে।
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৬
আরাফাত৫২৯ বলেছেন: বহু বছর পরে লগ ইন করলাম। এককালে লেখতাম সামুতে। টাইম ইজ গন আপু। অনেক কিছুই ভুলে গেছি। অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। ধন্যবাদ।
৪| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৮
Mohammad Israfil বলেছেন: প্রযুক্তির সাথে তাল মিলাতে না পারলে সামু পিছিয়ে যাবে। আমি চাই সামু ব্লগকে আরো উন্নত করা হোক। অনেক সময় টাইপিং ভূল হলেও ভূল লেখা কমেন্ট এ চলে যায়। তখনও কমেন্ট মুছার প্রয়োজন পরে, কিন্তু মুছতে পারি না।
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৫
আরাফাত৫২৯ বলেছেন: আপনার সাথে একমত। আগে সামুতে নেগেটিভ রেটিং দেয়া যেত, সেটারও দরকার আছে। এবং ২০০৯-২০১১ সালের দিকে সামু যেমন জমজমাট ছিল, এখন মনে হয় তার ধারে কাছেও নাই।
৫| ২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৫
একাল-সেকাল বলেছেন: সামুতে ২০০৭ এ অনেকটা প্রাণচাঞ্চল্য লক্ষ্য করতাম, মাঝে দীর্ঘ বিরতি দেওয়ার পর আর সেই জৌলুস চোখে পড়েনা। যাক সময়ের সাথে সাথে ব্লগটার অনেক ডেভেলপমেন্ট আবশ্যক হয়ে পড়েছে। এই যেমন অন্যের পোষ্টের কমেন্ট এডিট/রিমুভ, মান্দাতা আমলের ইমুটিকন থেকে মুক্তিদেয়া, লিংক কানেক্টে আরো সহজতর করা, অন্য কমেন্টারদের কে ইন্ডিকেশনের সুবিধাদি, ইত্যাদি বিষয়ে সামুর দৃষ্টি দেয়া সময়ের দাবী।
আমার জানামতে, পোষ্টদাতার সাহায্য ব্যতীত আপাতত আপনার কোন উপায় নাই বলেই মনে হচ্ছে। আমিও এই সমস্যায় পড়েছিলাম সম্ভবত ২০০৭-২০০৮ এর দিকে। এতদিন পরও সেই ইস্যুটা লক্ষ্যনীয়, এটা ইউজার দের জন্য দুর্ভাগ্যজনক।
২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৩
আরাফাত৫২৯ বলেছেন: আপনার সাথে পুরোপুরি সহমত।
৬| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫২
রাজীব নুর বলেছেন: মন্তব্য মোছার দরকার কি?
খারাপ মন্তব্য করলে ব্লগ থেকেই মুছে ফেলা হবে।
২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৬
আরাফাত৫২৯ বলেছেন: খারাপ মন্তব্য নয়, নিজের কিছু অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য শেয়ার করে ফেলছি যেটা অন্য কেউ দেখুক তা চাই না।
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৬
ঢাকার লোক বলেছেন: আপনি লগ ইন করে আপনার লেখার কমেন্টে গেলে কমেন্টের পশে X চিহ্নতে টিপ্ দিয়ে কমেন্টটি মুছে দিতে পারেন