নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় মানুষেরা

জীবনের এই গতিপথ...পূর্ব-পশ্চিমে যেন এক নিছক অন্বেষণ

আরাফাত৫২৯

দূর থেকে দূরে, আরো বহুদূর......... চলে যেতে হয়, কত স্মৃতির ছায়ায়, এই রোদ্দুরের নীচে, নীল সবুজের খেলাঘরে জীবন মেতে থাকে কত নিয়মের প্রতীক্ষায়...

আরাফাত৫২৯ › বিস্তারিত পোস্টঃ

লন্ডন থেকে ২০২১ সালকে স্বাগতম

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৮:২১



পুরো ইংল্যান্ডে চলছে লকডাউন। করোনা মহামারীর অবস্থা খুবই নাজুক। গতকাল আক্রান্ত হয়েছে প্রায় ছাপান্ন হাজার মানুষ আর মারা গিয়েছে প্রায় তেরশ মানুষ। এই পরিস্থিতিতে বাহিরে বের হওয়া খুব বিপদজনক। তার উপর আজকের তাপমাত্রা শূণ্য ডিগ্রী সেলসিয়াস।

এই প্রেক্ষিতে থার্টি-ফার্স্ট নাইটে বাসা থেকে আর বের হইনি। কিন্তু ঠিক বারোটা বাজার পূর্ব-মূহূর্তে পুরো লন্ডন ভেসে যায় আতশবাজির ঝলকানিতে। প্রতিটি সড়ক আর মহাসড়কে ফুটানো হয় আতশবাজি। আমার ঘর আর উঠান থেকেই এই বছরের আতশবাজি দেখলাম।

আপনারাও আমার সাথে ভিডিওটি ইউটিউব থেকে দেখে নিতে পারেন।

লন্ডন থেকে ২০২১ সালকে স্বাগতম

আমি এই অক্টোবরেও মালয়শিয়ার ইউনিভার্সিটিতে চাকুরি করতাম। অক্টোবরের একেবারে শেষেরদিকে বৃটেনে আসছি এখানকার এক ইউনিভার্সিটিতে চাকুরি নিয়ে। মালয়শিয়া থেকে আসার সময় প্রায় পুরো খালি প্লেনে কিভাবে বৃটেন আসলাম, কিভাবে চাকুরি হল, কিভাবে ভিসা পেলাম, কিভাবে নিজের পরিবার পরিজন মালয়শিয়ায় রেখে আসলাম সেগুলো এক গল্প বটে। আর সেগুলো নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে ইউটিউবে। পৃথিবীর এহেন পরিস্থিতিতে জব নিয়ে বৃটেনে আসায় এখানকার দেশি-বিদেশী সবাই বেশ অবাক। সার্বিকভাবে জব এর অবস্থা এখানে তেমন ভালো না মনে হয়। তবে আমি যেহেতু স্কিলড ক্যাটাগরিতে পড়ি সেহেতু আমার অসুবিধা হয় নাই। (চাঁদগাজী ভাইয়ের কমেন্টের প্রেক্ষিতে এড করলাম।)

আমার চ্যানেলটি একটু ঘুরে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে দয়া করে একটু লাইক শেয়ার করবেন। আমি ভবিষ্যতে চ্যানেলটাকে আরো ভালো করতে চাই।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:



আপনার চাকুরী আছে? বৃটেনের বেকারত্বের হার কত?

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৮:৩১

আরাফাত৫২৯ বলেছেন: আমি এই অক্টবরেও মালয়শিয়ার ইউনিভার্সিটিতে জব করতাম। অক্টোবরে বৃটেনে আসছি এখানকার ইউনিভার্সিটিতে চাকুরি নিয়ে। মালয়শিয়া থেকে আসার সময় প্রায় পুরো খালি প্লেনে কিভাবে আসলাম সেটা নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে ইউটিউবে। পৃথিবীর এহেন পরিস্থিতিতে জব নিয়ে বৃটেনে আসায় সবাই বেশ অবাক। সার্বিকভাবে জব এর অবস্থা এখানে ভালো না মনে হয়। তবে আমি যেহেতু স্কিলড ক্যাটাগরিতে পড়ি সেহেতু আমার অসুবিধা হয় নাই।

যাইহোক, আমি এই কমেন্টটা আমার পোস্টে এড করে দিচ্ছি।

২| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:



আপনার চাকুরীর কথা শুনে খুবই ভালো লাগলো।

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৮:৫১

আরাফাত৫২৯ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ

৩| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৮:৫১

জগতারন বলেছেন:
আপনার আজকের প্রবন্ধটি পড়ে খুব ভাললাগলো।
এর আগে আপনার কোন লিখ পড়েছি (!), মনে পরছে না।
নতুন বছরের সুভেচ্ছা র'ল।

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৪

আরাফাত৫২৯ বলেছেন: আমি আসলে সামুতে প্রায় এক দশক ধরে নেই। আমি লেখালেখি করতাম ২০০৮-২০১০ সালের দিকে। পরে বিভিন্ন কারণে এখানে লেখালেখি ছেড়ে দেই। অনেক পোস্ট সরিয়ে ফেলি। তাও কালে-ভদ্রে একটা দুইটা পোস্ট এখনো এখানে দেই ব্লগের প্রতি ভালোবাসার কারণে। আপনি যদি নতুন ব্লগার হোন তাহলে আমাকে চেনার কথা না। আর পুরাতন ব্লগার হলে হয়ত ভুলে গেছেন। হাহা। ভালো থাকবেন ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৯:১৪

নেওয়াজ আলি বলেছেন: লন্ডনের করোনার ভয়াবহ অবস্থা । আপনি নিরাপদ থাকার চেষ্টা করবেন।

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৯:২৩

আরাফাত৫২৯ বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করছি সাবধানে থাকার। দোয়া করবেন ও আপনিও ভালো থাকবেন।

৫| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৯:৪২

জগতারন বলেছেন:
আমি ব্লগ পড়ছি ২০১০ সাল থেকে। এর আগে আমি "প্রথম আলো ব্লগে"
ছিলাম ২০১৪ সালের প্রথম দিক পর্যন্ত। সেখানে আমার নিক ছিল:
"এ, কে, এম, রেজাউল করিম"
'সামু'-তে আসি ২০১৩ সালের মাঝামাঝি। এর আগে সামু'তে আমার নিক ছিল: 'এ, কে, এম, রেজাউ করিম'
(আমার মধ্যের নাম; রেজাউল-এর 'ল' অক্ষরটি ভুল করে দেয়া হয় নি)
মনে করে দেখেন তো আমাকে চিনতে পারেন কিনা (!)

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৪

আরাফাত৫২৯ বলেছেন: মনে করতে পারছি না ভাই। সম্ভবত আপনি যখন ছিলেন তখন আমি অনিয়মিত ছিলাম। বছরে একবারও ব্লগে আসতাম কি না সন্দেহ।

৬| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৭

মেহেদি_হাসান. বলেছেন: আপনি বুটেনে নিরাপদে থাকার চেষ্টা করুন, আপনার লেখা পড়ে ভালো লাগছে আশা করি সামুতে নিয়মিত লিখবেন আপনার মালয়েশিয়া খেকে বৃটেনে আসার গল্প শোনার অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন।

০২ রা জানুয়ারি, ২০২১ রাত ২:৪৫

আরাফাত৫২৯ বলেছেন: ধন্যবাদ ভাই। আপনারাও সাবধানে থাকবেন।

৭| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১:০২

রাজীব নুর বলেছেন: হ্যা আপনা ইউটিউব চ্যানেল দেখলাম।

০২ রা জানুয়ারি, ২০২১ রাত ২:৪৫

আরাফাত৫২৯ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.