নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যখন শুকায়ে আসে করুণা ধারায় এসো...................

আরাফাত নিলয়

(I am sympathetic and sensitive to the conventional systems)আমি প্রথাগত ব্যবস্থার প্রতি সহানুভূতিশীল ও সংবেদনশীল

আরাফাত নিলয় › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা করবেন, দু:খ পেয়েছি বলে গালি বেরিয়েছে।

১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৯

চারদেয়ালে ঢাকা কাঁচের অফিসে বসে থাকে তারা। সেখানে বসে বসে হিসেব করে কোন কলিগের বেতন কতো, কার গাড়ি কয়টা আর বাড়ি হয়েছে কয়টা, কার স্ট্যাটাস (ধন-সম্পদ) একটু বেশী আছে। এসব কিছু নিয়েই কথা বলে শুয়োরের বাচ্চারা।
আর তার সামনে রাস্তার মধ্যে মানুষের বাচ্চাগুলো ন্যাঙটি পড়ে ঘুরে, কোনো দামী গাড়ি বা স্ট্যাটাসের জন্য নয়, ঠিকমতো খাবার জন্য। ন্যাঙটি পড়া মানুষের বাচ্চাগুলো ঠিকমতো খাবার পায় না। স্ট্যাটাস নিয়ে যুদ্ধ করা শুয়োরের বাচ্চাদের চোখের সামনে বড় হয়। তারপর একদিন সেই স্ট্যাটাসধারী গাড়িতে চড়া শুয়োরের বাচ্চাদের গলায় পিস্তল ধরে, ছুরি ধরে সাথে থাকা সব কেড়ে নিতে চায়।
স্ট্যাটাসধারী শুয়োরের বাচ্চাগুলোরও বাচ্চা হয়েছে ততোদিনে। সেইগুলো তখন ছিনতাই-ডাকাতী করতে আসা নোঙরা মানুষের বাচ্চাগুলোর দিকে নাক সিঁটকে তাকায়। আর বলে, অমানুষের বাচ্চা দিয়ে সমাজটা ভরে গেছে
:((

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২২

জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: হুম বস, ঠিক কইছেন।

১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৫

আরাফাত নিলয় বলেছেন: ধন্যবাদ বস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.