![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনন্য সাধারণ মহাপৃথিবীর বিশালতায় আমি অতি সাধারণ এক ক্ষুদ্র প্রাণী
পাখির মতো
আল মাহমুদ
আম্মা বলেন, পড়রে সোনা
আব্বা বলেন, মন দে;
পাঠে আমার মন বসে না
কাঁঠালচাঁপার গন্ধে।
আমার কেবল ইচ্ছে জাগে
নদীর কাছে থাকতে,
বকুল ডালে লুকিয়ে থেকে
পাখির মতো ডাকতে।
সবাই যখন ঘুমিয়ে পড়ে
কর্ণফুলীর কূলটায়,
দুধভরা ঐ চাঁদের বাটি
ফেরেস্তারা উল্টায়।
তখন কেবল ভাবতে থাকি
কেমন করে উড়বো,
কেমন করে শহর ছেড়ে
সবুজ গাঁয়ে ঘুরবো !
তোমরা যখন শিখছো পড়া
মানুষ হওয়ার জন্য,
আমি না হয় পাখিই হবো,
পাখির মতো বন্য।
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৫
শূণ্য পুরাণ বলেছেন: ঠিক করে দিয়েছি,ধন্যবাদ
২| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩২
গেম চেঞ্জার বলেছেন: ছবি ৩টা আসছে। আর খুব সুন্দর একটি শিশুতোষ ছড়া পড়ানোর জন্য কৃতজ্ঞতা। যদিও এই লোকটারে অত ভাল্লাগে না।
১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০০
শূণ্য পুরাণ বলেছেন: মানুষ যেমনই হোক,কবির কবিত্ব অসাধারণ
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫
ইমরাজ কবির মুন বলেছেন:
তোমরা যখন শিখছো পড়া
মানুষ হওয়ার জন্য,
আমি না হয় পাখিই হবো,
পাখির মতো বন্য।
আমার খুব পছন্দের।
ছবিগুলা আসেনাই, ঠিক করে দেন ||