নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনন্য সাধারণ মহাপৃথিবীর বিশালতায় আমি অতি সাধারণ এক ক্ষুদ্র প্রাণী

শূণ্য পুরাণ

অনন্য সাধারণ মহাপৃথিবীর বিশালতায় আমি অতি সাধারণ এক ক্ষুদ্র প্রাণী

শূণ্য পুরাণ › বিস্তারিত পোস্টঃ

"আমি জিপিএ ৫ পেয়েছি, আই এম জিপিএ ৫", এর আসল রহস্য

৩১ শে মে, ২০১৬ রাত ১২:৩৩



-নেপালের রাজধানীর নাম কি ?
-নেপচুন
-অপারেশন সার্চ লাইট কি ?
-অপারেশনের সময় যে লাইট ব্যবহার করা হয় সেটাই অপারেশন সার্চ লাইট
-পীথাগোরাস কে ?
-ওপন্যাসিক

অবাক হলেও কিছু করার নেই, উত্তরগুলো জিপিএ ৫ পাওয়া কয়েকজন মেধাবী শিক্ষার্থীর। এটা আসলেই বেদনার বিষয় যে মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েও সহজ কিছু বিষয়ে তাদের জ্ঞান শূণ্যসম। বাবা,মা, সমাজের তো চাই জিপিএ ৫, সেটা তো পূরণ হয়েছে। এখন কি শিখল আর না শিখল তাতে কি আসে যায়।

কিন্তু একসময় তো এরকম ছিল না। তখন সবাই বাচ্চারা মানুষ হোক, অন্তত কিছু জানাশোনা থাকবে এটা চাইতো। তবে আজ কেন এ পরিস্থিতি ?

সৃজনশীলের নামে এক জগাখিচুড়ি শিক্ষাব্যবস্থা আমাদের উপর চাপানো হয়েছে, যা বেশিরভাগ শিক্ষকদের কাছে আজো অধরা। হাবিজাবি নানা পরীক্ষা তো আছেই। এ যেন নয় শিক্ষাব্যবস্থা, বরং পরীক্ষা ব্যবস্থা । নাহিদ সাহেব তো এখন নকলের নতুন পদ্ধতি চালু করেছেন। বুঝলেন না, প্রশ্নফাঁসের কথা বলছি আর কি।

বাচ্চাদের কোন দোষ নেই, সিস্টেমের জন্য তো ওরা দায়ী নয়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৬ রাত ১২:৩৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: হা হা হা
হাসালেন ভাইয়ু।

সতত বাক্যের জন্য অসংখ্য ধন্যবাদ হে।

৩১ শে মে, ২০১৬ সকাল ৯:৫৯

শূণ্য পুরাণ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২| ৩১ শে মে, ২০১৬ রাত ১:০৫

প্রামানিক বলেছেন: জিপিএ ৫ নিয়ে সবাই ব্যস্ত জ্ঞানের দিকে নজর দিয়ে লাভ কি? আপনার যত জ্ঞানই থাক না কেন জিপিএ পাঁচ নাই আপনি অনেক জায়গায় দরখাস্তই করতে পারবেন না। কাজেই এসব নিয়ে চিন্তা না করে দেশের বর্তমান পরিস্থিতি উপর নির্ভর করে চলাটাই ভালো, তাতে মেধার মূল্যায়ন না হলেও জিপিএ ৫-এর মূল্যায়ন হবে এবং ভবিষ্যত আলোকিত হবে।

৩১ শে মে, ২০১৬ সকাল ১০:০৪

শূণ্য পুরাণ বলেছেন: সঠিক কথা, তবে সিস্টেম চেঞ্জ করা দরকার।তাহলে জিপিএ ৫ না হয়ে মেধার মূল্যায়ন হবে।

৩| ৩১ শে মে, ২০১৬ ভোর ৫:৩৩

রিফাত হোসেন বলেছেন: হুম তবে পীথাগোরাস আসলেই ঔপন্যাসিক ছিলেন! তার অনেক গুণের একটি :) যদিও গণিতবিদ হিসেবেই শুধু আমরা জানি!! এটা মস্ত বড় ভুল
ছেলেটি আন্তাজে বলেও সঠিক বলেছে।

আপনিও এ প্লাস থেকে এ পেয়ে গেলেন যে ;)

৩১ শে মে, ২০১৬ সকাল ১০:০৮

শূণ্য পুরাণ বলেছেন: আন্দাজ করে অন্তাজে বলে আপনিও যে এ প্লাস থেকে এ পেয়ে গেলেন!;)
জিপিএ ৫ এর যে অবস্থা না পাওয়াই ভাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.