![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনন্য সাধারণ মহাপৃথিবীর বিশালতায় আমি অতি সাধারণ এক ক্ষুদ্র প্রাণী
ছোড ছোড ঢেউ তুলি ফানি।।
লুসাই পাহাড়ত্তুন লামিয়ারে যার গৈ কর্ণফুলী।
এক কূলদি শহর বন্দর নগর হত আছে
আর এক কূলত সবুজ রুয়ার মাতাত সোনালী ধান হাসে।।
হালদা ফাডা গান হুনাইয়ারে সাম্পান যারে গৈ পাল তুলি।।
লুসাই পাহাড়ত্তুন লামিয়ারে যার গৈ কর্ণফুলী। (স্থায়ী)
হত না গিরস্তের বৌ যি ফানি আইনতো যায়
হত ফাকি গাছর আগাত বই হত গান হুনায়।।
গাছর তলাত মালহা বানুর গান গোরুপ পোয়া গায় পরাণ খুলি।।
লুসাই পাহাড়ত্তুন লামিয়ারে যার গই কর্ণফুলী। (স্থায়ী)
পাহাড়ী কন সুন্দরী মাইয়া, ঢেউঅর ফানিত যাই
সিয়ন গরি উডি দ্যাকের হাতত খানর ফুল তার নাই।।
যেই দিন খানের দুল হারাইয়ের হেই দিনত্তুন নাম কর্ণফুলী।। (হায়রে)
লুসাই পাহাড়ত্তুন লামিয়ারে সাই গরজ্জায় ছলি। (স্থায়ী)
ছোড ছোড ঢেউ তুলি পানিত
লুসাই পাহাড়ত্তুন লামিয়ারে সাই গরজ্জায় ছলি।
কথা ও সুর: মলয় ঘোষ দস্তিদার
শিল্পী : শেফালী ঘোষ
০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৮
শূণ্য পুরাণ বলেছেন: চট্টগ্রামের ভাষা দ্রুতলয়ে বলা হয় বলে বুঝতে সমস্যা তবে লিখে প্রকাশ করলে বুঝতে খুব কঠিন নয়,অাপনার ভাল লেগেছে জেনে অানন্দিত হলাম।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৫
পুলহ বলেছেন: আমি চিটাগাঙ্গের আঞ্চলিক ভাষা বুঝতে পারি না, কিন্তু এই লেখার প্রায় ৮৫% ই বুঝলাম।
খুব খুব খুব ভালো লাগলো। ভিন্ন স্বাদের পোস্ট।
কাহিনীটা আগেই জানতাম, কোথাও পড়েছিলাম ...
শুভকামনা ভাই