![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনন্য সাধারণ মহাপৃথিবীর বিশালতায় আমি অতি সাধারণ এক ক্ষুদ্র প্রাণী
চুরি করেছে অামার মনটা, হায়রে হায়রে মিস লঙ্কা,
মাতাল হাওয়া যেন যৌবনটা,হায়রে হায়রে মিস লঙ্কা...
৮০ দশকে যাদের ভরা যৌবন ছিল তাদের মধ্যে এমন লোক কমই পাওয়া যাবে যারা এই গানটি শোনেনি,অার গান শুনে মিস লঙ্কাকে নিজের মিসেস বানানোর সপ্ন দেখেনি। গানের দৃশ্যায়নে দেখা যায় বাংলা চলচ্চিত্রের অাবেদনময়ী নায়িকা ববিতার সাথে তার হাঁটুর বয়সী একটি ছেলে নাচানাচি করছে(অাসলে লাফালাফি করছে)। খুরশিদ অালমের কন্ঠে কন্ঠ মেলানো সেই ছেলেটির নাম ফয়সাল রহমান;পাকিস্তানের জনপ্রিয় নায়ক। ছবিটি ছিল পাক- বাংলার যৌথনির্মাণ। পাকিস্তানে ১৯৮৫ সালে বাংলাদেশের মিস লঙ্কা "নাদানি" নামে উর্দুতে মুক্তি পায়। বাংলাদেশে এরপরে ফয়সাল অারে কিছু ছবি তে অভিনয় করে,ঝড় তূফান তাদের একটি,এটি পাকিস্তানে "অাঁধি" নামে মুক্তি পায়।
পাক- বাংলার যৌথনির্মাণ এটাই প্রথম বা শেষ নয়। শাবানার প্রথম ছবির নাম অনেকেরই জানা অাছে, "চকোরী"। ১৯৬৭ সালে এহতেশাম পরিচালিত এই ছবিতে শাবানার সাথে একজন পাকিস্তানী অভিনেতার অভিষেক হয়,নাম তার নাদিম বেগ। নাদিম বেগ পরবর্তীতে পাকিস্তানের কিংবদন্তি অভিনেতা হয়ে উঠে। ভারতে অমিতাভ বচ্চনকে যেমন সম্মান দেয়া হয় পাকিস্তানে তেমন নাদিম। রাজ্জাক শাবানা,শাবানা অালমগীর জুটির মত না হলেও শাবানা নাদিম জুটিও কম জনপ্রিয় ছিল না। শাবানা নাদিমের জুটি বাঁধা ছবি অাটটির কম হবে না। "দূরদেশ" ছবিতে নাদিম ববিতার সাথে অভিনয় করে। এই ছবির গান "দুশমনি করো না প্রিয়তম" অাজো জনপ্রিয়। বাংলা ছবিতে অভিনয় করা পাকিস্তানি নায়কদের মধ্যে নাদিমের ক্যারিয়ার সবচেয়ে উজ্জল।বাঙ্গালী পরিচালক এহতেশামের হাত ধরে এই জীবন্ত কিংবদন্তির চলচ্চিত্রে অভিষেক হয়। শাবানা নাদিম সর্বশেষ ১৯৯১সালে "ঝড় তূফান" ছবিতে অভিনয় করে,এটি উর্দুতে "অাঁধি" নামে মুক্তি পায়, সম্ভবত এটিই পাক বাংলার যৌথপ্রযোজনায় শেষ ছবি।
জাবেদ শেখ,পাকিস্তানি নায়ক ও পরিচালক।১৯৮৫ সালে শাবানার সাথে হালচাল ছবিতে অভিনয় করেন।
ওপরের সব পাকিস্তানী নায়ক যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করলেও ওমর রহিম সরাসরি বাংলা ছবিতে অভিনয় করেন। ২০১১ সালে রুবাইয়াৎ হেসেনের ছবি "মেহেরজানে" তিনি একজন বেলুচি অার্মির চরিত্রে অভিনয় করেন। সুদর্শন ওমর রহিম পাকিস্তানের তেমন জনপ্রিয় নায়ক নন, ইতিহাস বিকৃতির অভিযোগে মুক্তিযুদ্ধের কাহিনী নির্ভর ছবিটি মুক্তির কিছুদিন পর নিষিদ্ধ করা হয়।
বি দ্র: লেখাটি বাংলা চলচ্চিত্রের ৬০ বছরপূর্তি উপলক্ষে ফেসবুকের "বাংলা চলচ্চিত্র" গ্রুফে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে।
০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
শূণ্য পুরাণ বলেছেন: পাক বাংলার যৌথ ছবি বাংলা উর্দু দুই ভাষায় হত,এদের নামও সাধারণত দুইটি হত, ছবিগুলোর মানও বেশ ভাল ছিল এবং উপভোগ্যও বটে।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ফিল্ম শিল্পের কোন সীমানা থাকা উচিত না। জাতি রাষ্ট্রের পথ, মত, ধ+র+ম ভিন্নতা পারে কিন্তু ফিল্মে উঠে আসা সাধারণ মানুষের কাহিনীগুলো সারা বিশ্ব জাতির প্রতিনিধিত্ব করে।
০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩০
শূণ্য পুরাণ বলেছেন: সংস্কৃতির কোন সীমা পরিসীমা নেই। সংস্কৃতির বন্ধন সারা দুনিয়াকে এক সুতায় বাঁধতে পারে।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪০
উলুল আমর অন্তর বলেছেন: মেহেরজান ছবিটা নিষিদ্ধ করা সরকারের ভুল সিদ্ধান্ত। পাক বাহিনী এদেশে বহু অত্যাচার করেছে কিন্তু তার মানে এই না, তারা সবাই অমানুষ।
০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৫
শূণ্য পুরাণ বলেছেন: ছবিটি অামার দেখা হয় নি, তাই ভুল বা সঠিক হয়েছে কিনা জানা নাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৫
জাহিদ অনিক বলেছেন: চুরি করেছে অামার মনটা, হায়রে হায়রে মিস লঙ্কা,
মাতাল হাওয়া যেন যৌবনটা,হায়রে হায়রে মিস লঙ্কা...
কি মনে করাইয়া দিলেন ভাই?
পোষ্ট ভাল লেগেছে ।
০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৮
শূণ্য পুরাণ বলেছেন: এখন না ( মনে করলে) কখন?
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৯
ছণ্ণ্ ছাড়া বলেছেন: https://www.youtube.com/watch?v=z63-HiF8K2
০৮ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৫২
শূণ্য পুরাণ বলেছেন: ধন্যবাদ।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩১
আততায়ী আলতাইয়ার বলেছেন: এহতেশামের মেয়ের সাথেই নাদিম বেগ এর বিয়া হয়।
০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৪
শূণ্য পুরাণ বলেছেন: হ্যা, পরে ছাড়াছাড়ি হয়ে যায়।
৭| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৫
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা সিনেমায় কখনো ভালো করেনি, মোটামুটি হ য ব র ল
১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৭
শূণ্য পুরাণ বলেছেন: অাপনার সাথে একমত হতে পারছি না, বাংলা সিনেমার অতীত ঈর্ষা করার মত, এখন অাবার সুদিন ফিরে অাসার সম্ভবনা দেখা দিচ্ছে।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
খোলা মনের কথা বলেছেন: বাংলা-পাকি যৌথ পরিচালনার ছবি গুলো কি বাংলা ভাষায় হতো না উর্দূ???
বাংলা চলচ্চিত্রের ৬০ বছরপূর্তিতে আন্তরিক শুভেচ্ছা আর ভাল লাগা থাকলো। যদিও বাংলা চলচ্চিত্রের এখন খুব বেহাল দশা।
ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট দেওয়ার জন্য