![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে আমার মনে হয়, আমি কোনো বড় ধরণের ভুল করেছি।। আমি এটা উপলব্ধি করতে পারি, কিন্তু এটা ভাষায় প্রকাশ করার মত নয়।। যদি কারো এমন অনুভুতি হয়ে থাকে, অথবা এরকম অভিজ্ঞতা থাকে, তাহলে সে এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে সক্ষম হবে।। অন্যথায় , কেউই এর ধারের কাছে আসতে পারবে না ।।
পড়ে দেখবেন, ভালো না লাগলে যা ইচ্ছা তাই বইলেন
হ্যাঁ এটা সত্য এবং আমি জানি এটা, আপনি কি করছেন...?????
আমি জানি আপনি কাউকে মেসেজ দিচ্ছেন ফেসবুকে অথবা ফোনে কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছেন না. কি ঠিক বলেছি, যদি ঠিক বলে থাকি তাহলে কষ্ট করে একটু নিচের লিখাগুলো ভালো করে পড়ুন, কারণ এই লেখাটি আপনার জন্যে....
• আপনি মেসেজটি সেন্ড করলেন এবং আপনার ফোনে দেখতে পেলেন যে "Message Successfully Delivered To - - - " ফেসবুকে দেখতে পেলেন "Seen at 10:00 am" এই রকম, এর মানে আপনি নিশ্চিত যাকে মেসেজটি পাঠিয়েছেন, সে আপনার দেওয়া মেসেজটি দেখতে পেয়েছে, কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না, কিন্তু কেনো...??? প্রশ্ন কিন্তু থেকে যায় আপনার মনে, মাথার ভেতর অনেক দুশ্চিন্তা এবং শয়তান ভর করে বসে তখন. আপনি তার ওপর প্রচন্ড রকমের রেগে থাকেন, কিন্তু সেটা অনেক কষ্টে নিজের ভেতর লুকিয়ে রাখেন. আমি জানি এটা অনেক কষ্টের একটা কাজ.
• আপনি এটাও দেখতে পান যে সে প্রতিনিয়ত ফেসবুকে স্ট্যাটাস আপডেট দিচ্ছে, কি এটাও কি ঠিক....????
• তাকে আপনি অনলাইনে দেখতে পান, মেসেজ দিয়ে যাচ্ছেন, সে আপনার মেসেজটি দেখতেও পেয়েছে কিন্তু রিপ্লাই দিচ্ছে না.....
♦ ♦ ♦ ঠিক এরকম পরিস্থিতিতে পরে প্রথমেই আপনার মনে যেটা জাগতে পারে সেটা হল, তাহলে তাকে কারা মেসেজ দিচ্ছে এবং সে তাহলে কার সাথে কথা বলছে, কেনো সে আমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না. ♦ ♦ ♦
• এর উত্তর খোঁজার জন্যে আপনি নিজেকে জিজ্ঞেস করছেন, আমি কি এমন দোষ করেছি যে সে আমার সাথে কথা বলছে না, আমার ভুলটা কোথায় তাহলে, মেসেজের রিপ্লাই দিতে সমস্যাটা কোথায়..
• এটা অবশ্যই অনেক কষ্টের এবং এটা সত্যিই মানুষের মনে আঘাত করে যখন সে কারো দ্বারা ইগনোর হয়, আর সে মানুষটি যদি ভালোবাসার কিংবা পছন্দের অথবা মনের মানুষটি হয়ে থাকে.
♦ ♦ কিন্তু আপনি একবারো কি খেয়াল করেছেন অথবা বোঝার চেষ্টা করেছেন আপনি এখন যে সমস্যার সম্মুখীন, ঠিক একই সমস্যার সম্মুখীন তারাও ♦ ♦
• হুম, তারাও কিন্তু কাউকে না কাউকে আপনার মত এভাবে মেসেজ দিয়ে যাচ্ছে কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছে না, যেমনটা আপনি করছেন....
• তারাও আপনার মত প্রতিনিয়ত তার ভালোবাসা কিংবা পছন্দের মানুষটির কাছ থেকে ইগনোর হচ্ছে, এবং তার মেসেজের কোনো রিপ্লাই পাচ্ছে না.
◘ ◘ ◘ উমমমমম, হ্যাঁ, এটা ঠিক, যে তারাও তাদের পছন্দের মানুষটিকে নিয়ে এভাবে চিন্তা করছে এবং আঘাত পাবার পরও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর আমরা মানুষ সবসময়ই একে অপরকে দোষারোপ অথবা বেশী বেশী চিন্তা করে যাচ্ছি তাদের সম্পর্কে ভালোভাবে কিছু না জেনে.
• আমরা মানুষ ভালোবাসি তাকেই যে কিনা ভালোবাসে অন্য কাউকে, আর একমাত্র এই একটি কারণেই আমাদের সবার ভালোবাসাটাকে বুঝতে ভুল হয়.
• আর এর জন্যেই অধিকাংশ মানুষ কাউকে ভালোবাসার পরও একাকী জীবন কাটায়, অপেক্ষায় থাকে সেই মানুষটির জন্যে, যাকে সে ভালোবাসে.... ৩♥ ৩♥ ৩♥
হায় হায় জ্বরের ঘোরে বসে এগুলো কি লিখলাম ......
নাকি আসলেই জ্বরের ঘোরে আমার মাথা একটু বেশীই কাজ করে.....
কোনটা............????? :-&
©somewhere in net ltd.