নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

াডসফাসডফাডফডফ

আরাফাত নাবিদ

মাঝে মাঝে আমার মনে হয়, আমি কোনো বড় ধরণের ভুল করেছি।। আমি এটা উপলব্ধি করতে পারি, কিন্তু এটা ভাষায় প্রকাশ করার মত নয়।। যদি কারো এমন অনুভুতি হয়ে থাকে, অথবা এরকম অভিজ্ঞতা থাকে, তাহলে সে এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে সক্ষম হবে।। অন্যথায় , কেউই এর ধারের কাছে আসতে পারবে না ।।

আরাফাত নাবিদ › বিস্তারিত পোস্টঃ

::: ছায়া এবং টুং টুং টু :::

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৫

মাঝরাতে রুমের লাইট বন্ধ করে, ল্যাপটপে ভৌতিক মুভি দেখা আর সেই সাথে ভৌতিক কিছু মিউজিকে অনেকটাই ভয় পেয়েছি, সেই সাথে গিটারে ভৌতিক কিছু টিউন তুলে আজকের রাতটাকে আরো ভৌতিক করে রাখার চেষ্টা করছি ||



আমার মনে হচ্ছে পেছন থেকে কেউ আমাকে ফোলো করেছে. ভয়ে ভয়ে অনেক সাহস করে পেছনে তাকাই, দেখতে পেলাম...... :o যা দেখলাম তা দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেল :o আমার সাথে সাথে আমার একটি ছায়াও হাতে গিটার নিয়ে আমার সুরে সুর তোলার চেষ্টা করছে.. প্রথমে কিছুটা থতমত খেয়ে গেলাম. কিছুক্ষণ পর নিজেকে পরিস্থিতির সাথে মানাতে চেষ্টা করলাম, আমার রুমে আমি আর আমার ছায়া ছাড়া আর কেউ নেই.



আমি গিটারে টুং টুং করছি, তার সাথে সাথে আমার ছায়াও টুং টুং করছে...

আমি টুং টুং...আমার ছায়াও টুং টুং...

আমি টুং..আমার ছায়াও টুং..

এভাবেই চলতে থাকল আমাদের টুং টুং খেলা..

টুং..টুং..টুং...



কি করব বুঝে উঠতে পারছি না...এমন সময় হঠাত আমার মুখে কে যেন পানি ছিটিয়ে দিল. প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলাম. তার কিছুক্ষণ পর আবিষ্কার করলাম...আমার সামনে ঝাটা হতে কে যেন দাড়িয়ে আছে, এক হাতে তার ঝাটা অন্য হাতে ভাজাকাঠি...সবকিছু কেমন যেন অস্পষ্ট দেখা যাচ্ছিল...এমন সময় বিকট একটা শব্দ শুনতে পেলাম...শব্দটি কিছুই নয়..মা কষে আমার গালে একটা চড় মেড়েছেন..আর বক বক করে কি যেন বলছেন...পরক্ষণেই ছোট বোনটাকে মায়ের পাশে হাতে কলম আর বই-খাতা নিয়ে দাড়িয়ে থাকতে দেখলাম....ব্যাপারটা বুঝে উঠতে পারছি না কি হতে চলেছে...আমি কি এখনোও স্বপ্ন দেখছি নাকি আমার সামনে যা হচ্ছে সবই সত্যি..ঘড়ির দিকে তাকালাম..ওমা একি...ঘড়িতে তো দেখি এখন রাত 03.07 মিনিট... এত রাতে মা আর ছোটে বোন আমার রুমে কি করছেন...ঠিক তখনই আমি ব্যাপারটা ধরতে পারলাম...আর যখন নিজেকে পুরোপুরি আবিষ্কার করলাম, তখন আমি হাসপাতালের বেডে শুয়ে আছি আর মুখ দিয়ে টুং টুং আওয়াজ তুলছি...সবাই মনযোগ সহকারে আমার টুং টুং টুং শব্দ শুনছে...

আমি টুং টুং টুং....ওমা একি ডোরবেলটাও টুং টুং টুং করল আমার সাথে সাথে...



ছোট গল্প একদমই লিখিনা...অনেকদিন পর লিখলাম.. আমি কল্পনায় অনেক শক্তি-শালী গল্প তৈরী করতে পারি, কিন্তু সেটা লিখতে গেলেই, নাই হয়ে যায়...তারপরও অনেক কষ্টে ভৌতিক একটা পরিবেশে লিখলাম, লিখার সময়ও কেনো যেনো মনে হচ্ছিল কেউ একজন আমার পেছনে দাড়িয়ে আমার লিখা দেখছে. তাই আবারও পেছনে তাকিয়ে একটু পরখ করে নিলাম..কেউ আছে কিনা...কেউ নেই...আমি একা..আর যদি কেউ থেকেই থাকে সেটা ভয় থেকে সৃষ্ট কিছু ডেমন.



Paranormal Type Movie দেখার ফলে আমার ভেতর এরকম হয়েছে,

জানি না অন্যদেরও এরকম হয় কিনা???



ও ভালো কথা ছোট গল্পটার নাম কি রাখবো সেটা এখনও ঠিক করতে পারি নাই, সমস্যা নাই...

ডেমনরা আছে না...হয়ত ওরা অন্য কোনো রাতে আমাকে সাহায্য করবে গল্পের নামটি রাখার জন্যে ;)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.