নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

াডসফাসডফাডফডফ

আরাফাত নাবিদ

মাঝে মাঝে আমার মনে হয়, আমি কোনো বড় ধরণের ভুল করেছি।। আমি এটা উপলব্ধি করতে পারি, কিন্তু এটা ভাষায় প্রকাশ করার মত নয়।। যদি কারো এমন অনুভুতি হয়ে থাকে, অথবা এরকম অভিজ্ঞতা থাকে, তাহলে সে এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে সক্ষম হবে।। অন্যথায় , কেউই এর ধারের কাছে আসতে পারবে না ।।

আরাফাত নাবিদ › বিস্তারিত পোস্টঃ

নির্ঘুম মানুষের রাত যেমন কাটে

০৭ ই মে, ২০১৪ রাত ১:২২

সবচেয়ে খারাপ অনুভূতি হল অনেকগুলো মানুষের সাথে

চলাফেরা করার পরও নিজেকে একা মনে করা,

সবকিছু থাকার পরও কেনো যেনো মনে হয়

একাকীত্ব নিজেকে গ্রাস করছে,

অন্ধকার ঘরে একা একা রাত পার করে দেওয়া

আর হঠাত কোনো এক সুখ স্মৃতি স্মরণ করে

চোখের কোণে এক ফোটা জল গড়িয়ে পড়ে,



অথচ কেউ পাশে নেই এই মুহুর্তে যে

সেই চোখের জলটি মুছে দেওয়ার মত,

ছিল হয়ত কোনো এক সময় আপনার জীবনে,

কিন্তু আজ নেই কেনো... ???



প্রতিটা রাতে সকলে ঘুমোতে যায় আর

একটি সুন্দর সকাল দেখবে বলে,

অথচ আপনার চোখে ঘুমের ছেড়া ফোটাও নেই,

কিন্তু কেনো..???



কারণ, আপনি জানেন অন্যান্য দিনের মত কালকের

দিনটিও আপনার এমনি কাটবে,

যেমনটি আজও কেটেছে....????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.