![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মডেল শব্দের মানে কি?
সংজ্ঞায় না গিয়ে আসুন প্রচলিত ধারনায় আসি......মডেল মানে হচ্ছে পন্যদূত। তিনি শুধু পন্যদূতই নন, একটি দেশের স্টাইল আইকন। যাকে অনুকরন অনুসরন করে বেড়ায় যুব সমাজের একটি বিরাট অংশ। অথচ তাদের কাছ থেকে উঠতি বয়সের ছেলে মেয়েরা কি শিখছে?
ইদানীং দেশে গরমটা একটু বেশিই বলতে হবে। যার অতিরিক্ত প্রভাব পড়েছে আমাদের নারী মডেলদের উপর। প্রচন্ড গরমে গায়ে কাপড়ই রাখতে পারছেন না তারা! অবশ্য কাপড় থাকবেই বা কিভাবে, আদর করে সেগুলো পড়িয়ে দিচ্ছেন তাদের পোষা doggy কিংবা mini-কে। আর ঐদিকে বেচারা অবলা পশু গা ভর্তি লোম আর কাপড় নিয়ে যন্ত্রনায় ছটফট করছে। এটা কিন্তু ঠিক না! আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
প্রশ্নঃ
স্বল্পবসনের ভেতরই কেন তথাকথিত নারীবাদীরা স্বাধীনতা খুঁজে বেড়ান? তারা কি ভাবেন এইভাবে পুরুষের সমকক্ষ হওয়া যাবে? মনে হয় না.........
খুব সহজেই অনুমান করা যায় পরবর্তী বছর কি হবে। কিংবা তার পরের বছর বা, তার পরের। তাপমাত্রা বাড়বে হু হু করে, আর তার উপসর্গগুলোও (টিজিং, ডিভোর্স, রেপ) পাল্লা দিয়ে বাড়বে। নারীবাদীরা চিত্কার করে তাদের প্রতিবাদ জানাবেন। আর ওদিকে উপসর্গ আরো বাড়বে। তারা চিত্কার করতেই থাকবেন, ওদিকে বাড়তেই থাকবে। আমরা মডার্ন হচ্ছি, মডার্ন কান্ট্রিগুলোতে এই সব উপসর্গের রেট হাই। তাহলে তাদের তো খুশি হওয়া উচিত এই প্রাপ্তিতে।
বিঃ দ্রঃ অনেক দেশে হিজাব রক্ষাটাকেই নারীরা নিজেদের অধিকার বলে মনে করেন।
আর আমাদের দেশে তা বর্জনটাকে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৫ রাত ১১:১৮
আহমেদ রাকিব.. বলেছেন: ধন্যবাদ ফারিয়া ম্যাম। তবে সব কিছুরই একটা লিমিট আছে মনে হয়। একজনকে অবশ্যই তার বেসিক সম্পর্কে জানতে হবে। স্বাধীনতা মানেই নগ্নতা নয়।