নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্থপতি শিহাব

স্থপতি

স্থপতি শিহাব › বিস্তারিত পোস্টঃ

ব্রেইন ওয়াশ থেকে ব্রেইন ড্রেইন

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

আমরা অনেকেই আছি যারা নামায পরিনা বা পড়তে আলসেমি লাগে । কিন্তু মুসলমান বলে নিজেদের দাবি করতে আমরা মনেপ্রাণে গর্ববোধ করি ।



কিন্তু যারা নিজেদেরকে উচ্চমর্গের সুপার আজিজ ভাবেন কিংবা যারা পীর নামক মুখোশধারি ইহুদি এজেন্ট তাদের মতন নিকৃষ্ট নরকীট আমরা নই । আমরা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তও করিনা কিংবা ইসলাম দিয়ে ইসলামকে উপড়ে ফেলবার নীল নকশা করিনা বা করাকে সমর্থনও করিনা ।



অতি সাধারণ মানুষ আমরা । হতে পারি মূর্খ কিন্তু ক্ষতিকারক মহাজ্ঞানী নই ।

কাঁটা দিয়ে কি করে কাঁটা তুলতে হয় তার একটা প্রকৃষ্ট উদাহরন দেবার জন্য আজকের এই লিখতে বসা ।



মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা । এটা কি মুসলমানদের ইনভেনশন ?

উত্তর - " না "

ভারতবর্ষে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিলো খোদ ব্রিটিশ সরকারের হাত দিয়েই ।

বুঝানো হল আমাদের এটা সম্পূর্ণ ইসলামি শিক্ষা ব্যবস্থা । আমরাও বুঝলাম । মেনেও নিলাম নির্বোধের মতো । সুকৌশলে বিজ্ঞান পাঠকে সরিয়ে ইসলাম পাঠে জোর দেয়া হল । আমরাও খুশি শুধু ইসলাম নিয়ে । আর নিজেদেরকে পঙ্গু বানাবার ষড়যন্ত্রের শিকারও হলাম সুন্দর করে । মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার এই ইতিহাস আজ কোন হুজুরকে শুনালে আমাকেই পিটিয়ে মেরে ফেলবে ।



ব্রেইন ওয়াশ সার্বিকভাবে সফল আমাদের ওপর ! !

( মাদ্রাসার কোন ভালো ছাত্রকে আপনি নিজে একবার ডেকে বিজ্ঞান / ইরেজি জ্ঞানের পরখ করেন )



এই ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত ভাইদের রাস্তায় নামতে আজ অবধি দেখলামনা একটা ভুয়াপীর বা ইহুদি এজেন্টদের বিরুদ্ধে একটা পোস্টার নিয়ে প্রতিবাদ করতে । অথচ এদের রাজনৈতিক সংঘাত দেখেতো মনে হয়না এরা অস্ত্র চালাতে কম পারদর্শী ? প্রমান করে ছাড়েন তারা জঙ্গি , তারা বিধ্বংসী ! বিম্পি আর আম্লিগ পিটাইলেই আল্লাহ খুশি হয়না বলদের দল !



সাবাস ইহুদি ! তোমাদের বুদ্ধির প্রশংসা না করে পারছিনা ! ভালোই ব্রেইন ওয়াশ করেছো । অস্ত্রোপচার সফল তোমাদের । ইসলামের শত শাখা-প্রশাখা নিয়ে নানা মতালম্বির আগমন আজকে তোমাদের আরেক সফলতার সাক্ষ্য ।



শেষ একটা উদাহরণ দিবো । সম্পূর্ণ দেশীয় ।

আমাদের নিজদের কোন ধারণা আছে আমরা মুসলমান বাঙ্গালিরা কি পরিমাণ মেধাবি ?

নাম বলতে পারবেন কয়েকজনের ?



০১. আকাশচুম্বী অট্টালিকা আজ ছুঁইছুঁই করছে । কে এই আইনস্টাইন অব স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ?

০২. দ্রুতগতির ইন্টারনেটের জন্য আজ পৃথিবীব্যাপী জয়জয়কার । কে এই ফাইবার অপটিক্স এর মহান গবেষক ?

০৩. ইউ টিউব, ইউ টিউব, ইউ টিউব ! কে এই জাওয়াদ করিম ?

০৪. নোবেল বিজয়ী ডঃ ইঊনুস

০৫. একাডেমী মোশন পিকচার অ্যাওয়ার্ডধারী নাফিস বিন জাফর এবং প্রমুখ



ব্রেইন ওয়াশ থেকে ব্রেইন ড্রেইন

আর কিছু বিস্তারিত বলবার প্রয়োজন আছে ?

এই মুসলমানদের পঙ্গু বানিয়ে রাখবার নীল নকশা আজকের না । অনেক অনেক পুরনো ।

যার ফলশ্রুতিতে আজ আমরা এক অলস জাতিতে পরিনত হয়েছি । ব্যাকবেঞ্চার হয়ে আছি ।

পরিশেষে অলস মস্তিষ্কে শয়তানের ফ্যাক্টরি বানিয়েছি আর ওই ফ্যাক্টরি আমরা বেশ সফলতার সাথেই চালাচ্ছি ।



শালার এই ফ্যাক্টরিতে আগুন ও লাগেনা ! ! !

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

কাঙ্গাল রাক্ষুসী বলেছেন: আপনি পাঁচ ওয়াক্ত যথাযতভাবে পড়েন কি না সেট নিজের মনকে জিজ্ঞাসা করুন। এটা যাচাই করার জন্য একটু তরজমা সহ কুরআন ও হাদীস বুঝে পড়বেন। তাহলে কিছু বুঝবেন। আর যদি হটকারিতা করেন তাহলে তো শেষ বিচারের দিন আছেই, ওখানেই উত্তম বিচার অপেক্ষা করছে।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

স্থপতি শিহাব বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন !

উপোদেশের জন্য আন্তরিক ধন্যবাদ

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

আহসান ০০১ বলেছেন: আপনার মাদ্রাসা শিক্ষা নিয়ে কথাগুলার সাথে একমত না কারণ ধর্মীয় শিক্ষা অনেক আগে থেকেই ছিল , তারপর কিন্তু মুসলিমরা বিজ্ঞান চর্চা করছেন, আমাদের উপমহাদেশে করতে পারেনাই এটা আমাদের বেরথতা আর ইংরেজি ধরার কথা বলছেন?? আমরা যারা মাদ্রাসায় পরিনা তারা কতজন ঠিকভাবে নামায এমনকি কুরান পরতে পারি??? মাদ্রাসার সিক্ষাথিরা ইংরেজি পারেনা ভালমত এটা সিস্তেম এর সিমাবদ্ধতা কিন্তু আমরা জ ইসলাম নিয়ে এত কম জানি এটা আমাদের দোষ । আপনার ব্রেইন ড্রেইন এর সাথে একমত ।

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৭

স্থপতি শিহাব বলেছেন: হ্যামফার এর ডায়রি পড়েছেন / ? / পড়লে একমত হতে পারতেন / না পড়লে ক্যামনে একমত হবেন ভাই ?

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আলিয়া মাদ্রাসা গুলি দেখেন / ওখানে তারা সফলই বলতে হবে / সমস্ত বিষয়াদী একত্রে মিশিয়ে একটা খিচুড়ি মার্কা সিলেবাস বানানো হয়েছে / ওই খিচুড়ি আবার মানবণ্টন করে খাওয়ানো হয় / ফলে আসলটায় তারা থাকে দুর্বল / কিন্তু কওমি মাদ্রাসার একটা ছাত্রের সাথে আলিয়ার একটা ছাত্রের কম্পেয়ার করলেই গভিরতাটা টের পাবেন / আর এখন তো আসছে ক্যাডেট মাদ্রাসা / ;) / :P / এইগুলাতে যে কোন কালচারের মডার্ণাইজড ইসলাম শেখানো হয় আল্লাহই ভালো জানেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.