| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনূসুয়া
পরিচয় দেবার মতোন কেউ আমি নই। কোনদিন হবে, সেদিন লিখবো কিংবা লিখবো না।
হ্যা, আমি মেয়ে।আমি শুধু মাংসপিণ্ড।আমার সৌন্দর্য ছাড়া আমার কোন মুল্য নেই।আমি ব্যাথা কষ্ট পেতে অভ্যস্ত।যে যাই বলবে আমি নীরবে সহ্য করতে প্রস্তুত সর্বদা।আমি সব মেনে নিতে রাজী।
যদি তাই হয় একটি মেয়ের আর্তনাদ, তবে বলি,মেয়ে হওয়ার আগে আমি একজন মানুষ।আমি সৃষ্টির সেরা জীব। আমি আশরাফুল মাখলুকাত।
আমি যদি মাংসপিণ্ড হই,তবে বলি,এই মাংসপিণ্ডই নতুন প্রাণের আগমনের হেতু।
ব্যথা যদি সহ্য করতেই হয় তবে সেসকল ব্যথার উৎস কেও সমান ব্যথায় ব্যথিত করার ক্ষমতাও আমি রাখি।
আমি নীরবে সহ্য করি তখনই যখন সমস্ত চিৎকার সবার কাছে হার মানে।কারণ আমি নীরবে সব ধ্বংস করতে জানি।
আমি সব মেনে নিতে প্রস্তুত,যদি আমার পরিচয় শুধুমাত্র মানুষ হয়।অবলা নয়।
সর্বোপরি,মেয়ে মানে অবহেলিত না।শরীরের কোথাও কেটে গেলে পুরুষের যেমন ব্যাথা লাগে,নারীদের ও লাগে।নারীরা মানুষ।অন্য প্রজাতির কেউ না।মেয়েদের শুধু ইজ্জতের না,জীবনেরও দাম আছে।যা কোন অংশে কম কিছু নয়। 
২|
২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৭
স্রাঞ্জি সে বলেছেন: সুন্দর লিখনি।
হ্যাপি ব্লগিং।
প্রীশু নিয়েন।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৮ রাত ১:১৭
কাওসার চৌধুরী বলেছেন:
লেখাটি ভাল লাগলো; া
শুভ ব্লগিং...........