নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিগত ব্লগসাইট : www.akterRhossain.blogspot.com \n \nফেসবুক আইডি : Akter R Hossain \n\n\nফেসবুক আইডি লিংক: www.facebook.com/ARH100

আকতার আর হোসাইন

খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।

আকতার আর হোসাইন › বিস্তারিত পোস্টঃ

নাটক রিভিউ: গোল্ডেন এ প্লাস।

১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৭



'বড় ছেলে'নাটক এদেশে সেরা হিসেবে পরিগণিত হয়। আফসোস! আফসোস!! 'বড় ছেলে' আর 'গোল্ডেন এ+' এর ডিফারেন্স নিয়ে বেশি কিছু বলবনা। শুধু এটুকুই বলব, "বড় ছেলে' যদি সেরা নাটক হয় তাহলে সেরাদের চেয়েও সেরা নাটক হল 'গোল্ডেন এ প্লাস। গোল্ডেন না পেয়ে নিজেকে পরাজিত সন্তান ভেবে আত্মহত্যা করা শাওনের সুইসাইড নোটটিই আপনার চোখে অশ্রু ঝরাবে।

......

বাবা

তোমার কাছে বিজয়ী মানে যারা সব বিষয়ে এ+ পায়। আমি সেই হিসেবে একজন পরাজিত সৈনিক। রেজাল্ট যুদ্ধে আমি হেরে গিয়েছি বলে আমার কোন দুঃখ নাই। আমার দুঃখ এক পরাজিত সন্তান হওয়াতে। পরাজিত সন্তানের পিতা মাতা হিসেবে তোমাদের দুঃখে আমি দুঃখিত।

মা


তোমার জন্য আমার কষ্ট হচ্ছে। আমি জানি, তুমি এরকম কিছু চাওনি। তুমি চেয়েছিলে, গোল্ডেন এ+ পেয়ে আমি বিজয়ের বেশে বাড়ি ফিরে আসব। কিন্তু আমার হয়তো আর ফেরা হবে না। ফিরলেও যেভাবে ফিরব সেভাবেই আমার মতো কোন গোল্ডেন এ প্লাসহীন হেরে যাওয়া সন্তান বাড়ি ফিরুক আমি চাইনা।
.
গোল্ডেন এ প্লাস বলতে আসলে কিছুই নাই। যে ফলাফলে ছেপে আমরা সবাই সবাইকে ঝরিয়ে ধরতে পারিনা সে ফলাফল পেয়ে কি লাভ?
.
বাবা ও মা


তোমাদের খুব ইচ্ছে করছে ঝরিয়ে ধরতে।একবার যদি আমার চোখের দিকে চাইতে তাহলে হয়তো জানতে আমি আসলে কি চাই।ভালো থেকো তোমরা।
.
আর সর্বশেষ আমার একটাই ছোট চাওয়া ঈশানের উপর তোমাদের স্বপ্নের বুজাটা প্লিজ ছাপিওনা। ওকে ওর মতো করে বড় হতে দিও।
.
শহরে বা গ্রামে আমার মতো অনেক শাওনের বাড়িতে আজ উৎসব নেই। উৎসব নেই আমাদের জিবনে অনেক আগে থেকেই। উৎসবহীন সকাল গুলোতে তবুও আমরা প্রতিদিন প্রতিজ্ঞা নিই দেশ গড়ার।
.
আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবংদেশের প্রতি অনুগত থাকিব।........

..............
আমার ধারণা এই নাটকটিতে এদেশের ৮০% শিক্ষার্থীদেরই খন্ড চিত্রের প্রতিচ্ছবি পাওয়া যাবে। নাটকটিতে কোন ধরণের ওভার অ্যাক্টিং করা হয়নি। বর্তমান পরিপ্রেক্ষিতে আবু শাহেদ ইমনের এই নাটক খুবই শিক্ষণীয় এবং নাটকটি প্রত্যেক বাবা মারই দেখা উচিৎ বলে আমি মনে করি।

আমাদের দেশে শিক্ষাকে শুধু গ্রেডের মধ্যেই সীমাবদ্ধ করে রাখা হয়েছে। ফলে সব পিতা মাতাই যেকোন মূল্যের বিনিময়ে তাদের সন্তানকে এ প্লাস পাওয়ার জন্য চাপ দেয়। গোল্ডেন না পেলে বা আশানুরূপ ফল না পেলে মারাত্মক ধরণের বকাঝকা করে। এসব রুঢ় আচরণ সহ্য করতে না পেরে আমাদের দেশে প্রতিবছরই অনেকে ছাত্র ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।

আহ! দুঃখ হয়।
জীবন গ্রেডের জন্য? নাকি গ্রেড জিবনের জন্য?


অত্যন্ত দুঃখ নিয়ে বলছি...
বলতে বাধ্য হচ্ছি...
যে দেশের শিক্ষাব্যবস্থা জাতিকে স্বপ্নের পথে এগিয়ে নিতে পারেনা... আমি সেই দেশকে ঘৃণা করি।

যে শিক্ষাব্যবস্থা ছাত্র ছাত্রীদের মৃত্যুর দিকে টেলে দেয়, I F**k
this kind of educational systems.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.