নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিগত ব্লগসাইট : www.akterRhossain.blogspot.com \n \nফেসবুক আইডি : Akter R Hossain \n\n\nফেসবুক আইডি লিংক: www.facebook.com/ARH100

আকতার আর হোসাইন

খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।

আকতার আর হোসাইন › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ : বাংলা ভাষা ও বাংলাদেশের রেডিও..

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৪


চলছে সেই মাস যে মাসে সালাম, জব্বার,
রফিক, বরকত তাদের জীবন দিয়ে বাংলা
ভাষাকে এক অনন্য মর্যাদা দিয়ে গেছেন যার বদৌলতে আজ আমরা গর্ববোধ করি।

আর এ জন্যই এ মাসকে কেন্দ্র করে, আমাদের
মাতৃভাষাকে কেন্দ্র করে গনমধ্যমগুলো
নানান ধরনের অনূষ্ঠান করে থাকে। কিন্তু প্রশ্ন হল সেই অনুষ্ঠানগুলোতে কি বাংলা ভাষা য়ার যথার্থ মর্যাদা পায়?

আসুন একটু জেনে নিই
.
আজকে চ্যানেল টুয়েন্টি ফোর এই বিষয়ে
একটি সংবাদ সম্প্রচার করে।
সংবাদে বলা হয় যে, রেডিও এর আরজেরা নাকি বাংলিশ ভাষায় কথা বলে।
তারপর তাদের কিছু বাংলিশ ভাষার ভিডিও
দেখানো হয়।
এরপর আর জে কিবরিয়া, আর জে অরন্যসহ
আরো কয়েকজনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে
তারা প্রশ্নোত্তরে বলে তারা নাকি মনে
করে তারা বাংলা ভাষার বিকৃতি করছেনা
অর্থাৎ তারা নাকি বাংলিশ ভাষায় কথা
বলেনা।
..........

এরপরেই সঙ্গে সঙ্গে আমি কয়েকটি রেডিওর
অনুষ্ঠান শুনি। আর যা অবস্থা দেখলাম তার
ব্যাখা কিভাবে দিলে আপনারা বুঝবেন তা
ঠিক বুঝতে পারছিনা।
শুধু এটুকুই বলি একাদশ শ্রেণির ছাত্র হওয়া সত্ত্বেও তাদের কিছু
কিছু ভাষা বুঝতে সমস্যা হচ্ছে।( অবশ্য আমি ইংরেজি কম জানি বলেই হয় তো)
.

যে ভাষার জন্য বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে, যে ভাষা এসেছে জিবনের বিনিময়ে, আর যাইহোক সেই ভাষাকে বিকৃত করা মেনে নেয়ে যায় না, কিছুতেই না।
.

পরিশেষে বলতে চাই তারা সত্যিকার অর্থে
কী চাই?
তারা কী আমাদের প্রানপ্রিয় মাতৃভাষার
তেরোটা বাজাতে চাই?
সকল আর জে ভাইদের অত্যন্ত অনুরোধের সাথে বলছি,
আপনার ইংলিশ ব্যবহার করুন তবে সেটা
সহজসাধ্য, বহুল ব্যবহৃত। যেমন : হাই,হ্যালো,সরি, থ্যাংকস ইত্যাদি।

তবে ভাষার মাসে নয়। ভাষা বিষয়ক অনুষ্ঠানে কোনভাবেই নয়।

[বিঃদ্রঃ লেখাটা, ২০১৬ সালের। এখন রেডিওতে ভাষার ব্যবহার কিভাবে হচ্ছে সেটা জানিনা।]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.