![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই- গানের ব্যাখ্যা:
আজ রবি ঠাকুরের এমন একটি গানের অর্থতত্ত্ব নিয়ে আলোচনা করব যে গানটি শুনলে আমি ভুলে যাই আমার সকল অন্তরগ্লানি ও জরা, ভুলে যাই মৃত্যু ও অসুন্দরের ভয়। আশা করি গানটি শোনে আপনাদেরও এমন হবে।
ইচ্ছে ছিল রবীন্দ্র জয়ন্তীতে রবি ঠাকুরের কিছু গান নিয়ে লিখব যেগুলো আমার খুবি প্রিয়। কিন্তু সেটা সম্ভব হয়নি আমাদের এখানে ঝড় তুফানের কারণে বিদ্যুৎ না থাকায়। যাহোক, কথা না বাড়িয়ে এবার গানের ব্যাখ্যায় যাওয়া যাক। প্রথমে লিরিকটি দেখে নিই।
"তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি
ধাই
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ
নাই।।
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের
কূপ,
তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে
চাই।।
হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব
আছে আছে আছে
নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন
কাঁদি তাই।
অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে
কোথা একাকার
জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে
যদি পাই।।"
ব্যাখ্যা: (তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি
ধাই--
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা
বিচ্ছেদ নাই।।)
প্রিয়জন হারালে মানুষ শোকাগ্রস্থ হয়ে পড়ে।। জীবন হয়ে যায় কঠিন থেকে কঠিনতর। কিন্তু জীবন যতই কঠিক হোক না কেন সেখানে দুঃখ থাকেনা, বিচ্ছেদ থাকেনা, থাকেনা মৃত্যু ও অসুন্দরের ভয় যদি হৃদয় আসনে থাকে সুমহান স্রষ্টার স্থান।
(মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে
দুঃখের কূপ,
তোমা হতে যবে হইয়ে বিমুখ
আপনার পানে চাই॥)
আর যখন স্রষ্টা থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমরা আমাদের দিকে তাকাই, আমাদের ব্যক্তিস্বার্থ নিয়ে চিন্তা করি তখন ছোট ছোট দুঃখগুলোও খুব বড় হয়ে দাঁড়ায়, কুয়োর মতো অবিরাম দুঃখ হয়ে। তখন প্রিয়জন হারানোর কষ্টকেই পৃথিবীর সবচে বড় কষ্ট মনে হয়। এমন কষ্ট লাগে য্র মনে হয় প্রিয়জনের মৃত্যু হওয়া মানে যেন স্বয়ং নিজেরই মৃত্যু হওয়া।
(হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব
আছে আছে আছে--
নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন
কাঁদি তাই।)
যেই সুমহান স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন তাঁর পদতলে সবি আছে। সেখানে ভয়ের কোন চিহ্ন নেই। যত ভয় আছে সবি আমাদের অন্তরের ভিতরকার ভয়। সেই ভয় আমাদের তাড়িয়ে বেড়ায়। আমাদের কাঁদায় প্রতিটি মুহুর্তে, প্রতিটি ক্ষণে।
(অন্তরগ্লানি সংসারভার পলক
ফেলিতে কোথা একাকার
জীবনের মাঝে স্বরূপ তোমার
রাখিবারে যদি পাই॥)
মানে হল আমাদের জিবনের কেন্দ্রে (হৃদয়াসনে) যদি আমাদের সুমহান স্রষ্টাকে স্থান দেই তাহলে আমাদের অন্তরের যত কষ্ট ও ভয়, সংসারের যত ভার সবি পলক ফেলতে না ফেলতেই এক নিমেষেই কোথায় যেন মিলিয়ে যায়। তখন আমাদের পাহাড়তুল্য বিষাদে ভরা মনেও আপনা আপনি একটা প্রেরণাদায়ক ভাবনা সৃষ্টি হয় যে, ছোট খাটো দুঃখ ও কষ্টে জিবন ভেঙে পড়ার না, কখনোই ভেঙে পড়ার না। এইভাবে আমাদের শোক রূপান্তরিত হয় শক্তিতে।
.......
রবি ঠাকুর আমাদের শিখিয়েছেন শোককে কিভাবে শক্তিতে পরিণত করতে হয়, সেই শক্তিতে বলীয়ান হয়ে কিভাবে আরোহণ করতে হয় স্বপ্নমঞ্চে।
পেরেছি কি হৃদয়ের আসনে স্রষ্টাকে জায়গা দিতে- এই ভেবে- কতবার যে চোখজোড়া থেকে জল ঝড়িয়েছি নিশিরাতে তার হিসেব নেই। গানটি শোনার পরে অবশ্যই মনে হবে যে রবি ঠাকুরকে নিয়ে আমার কাণ্ডারি আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম যথার্থই বলেছিলেন-
"ভুলাইলে জরা, ভুলালে মৃত্যু, অসুন্দরের ভয়"
বিঃদ্রঃ ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অর্থের ভুল ব্যাখ্যা দিয়ে থাকলে তা শুধরে দিলে অবশ্যই কৃতজ্ঞ থাকবো।
১১ ই মে, ২০১৮ সকাল ১০:৩১
আকতার আর হোসাইন বলেছেন: জ্বি ভাই.... ওনি আমাদের শিখিয়েছেন আঁধারে কিভাবে আলো জ্বালতে হয়...
২| ১১ ই মে, ২০১৮ সকাল ১০:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ভাই!!!!
কী কঠিন কবিতা???
তবে ব্যাখ্যাটা খুব সুন্দর হয়েছে। স্রষ্টাকে স্বরণ করে এভাবেই পথ চলতে হবে।
৩| ১১ ই মে, ২০১৮ সকাল ১১:২৩
আকতার আর হোসাইন বলেছেন: স্রষ্টাকে জিবনের কেন্দ্রে রেখে এগিয়ে যেতে হবে... আপনার প্রশংসায় পুলকিত হলাম... ভালবাসা নিবেন ভাই..
৪| ১১ ই মে, ২০১৮ দুপুর ১২:০৬
তারেক_মাহমুদ বলেছেন: শুভ সকাল, দিনটি ভাল কাটুক এই প্রত্যাশা রইলো। এখন অবশ্য দুপুর হয়ে গেছে।
১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৫
আকতার আর হোসাইন বলেছেন: ভালবাসা নিবেন প্রিয় তারেক ভাই। শুভ অপরাহ্ণ.... ভালো কাটুক প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহুর্ত....
৫| ১১ ই মে, ২০১৮ রাত ৯:০১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১২ ই মে, ২০১৮ রাত ১২:০২
আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব ভাই... দেরিতে প্রতিউত্তর দেয়ার জন্য দুঃখিত...
৬| ১২ ই মে, ২০১৮ রাত ১০:০১
প্রামানিক বলেছেন: রবী ঠাকুরের গানের কথাগুলো তত্ত্বমূলক। ভালো লাগল আপনার লেখা।
১২ ই মে, ২০১৮ রাত ১১:৩১
আকতার আর হোসাইন বলেছেন: রবি ঠাকুরের গানের অর্থগুলো আমাদের প্রেরণা দেয়। আপনার মন্তব্যে পুলকিত হলাম। ভালবাসা নিবেন...
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৮ সকাল ৭:৪৫
তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো রবি ঠাকুরের গানের ব্যাখ্যা, বরী ঠাকুরের প্রতিটি গানের অন্তনির্হিত কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ।