নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিগত ব্লগসাইট : www.akterRhossain.blogspot.com \n \nফেসবুক আইডি : Akter R Hossain \n\n\nফেসবুক আইডি লিংক: www.facebook.com/ARH100

আকতার আর হোসাইন

খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।

আকতার আর হোসাইন › বিস্তারিত পোস্টঃ

বই রিভিউ: ব্ল্যাক হার্ট এন্ড হোয়াইট হার্ট - আকতার আর হোসাইন

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৪



শ্বেতাঙ্গ ফিলিপ হ্যাডেন এমন একজন মানুষ যার জিবনে রয়েছে অনেক বিচিত্রতা। আর তাতে এমন কিছু অধ্যায় আছে যা সে তার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধুদের কাছেও গোপন রেখেছে।

কোন একটি বিপদে পড়ে হ্যাডেন দেশান্তরি হয়ে নাটালে আসে। কিন্তু তার অপ্রীতিকর চরিত্রের কারণে সেখানেও সে থাকতে পারেনি। সে পালিয়ে সীমান্ত পাড় হয়ে ঢুকে পড়ে জুলুল্যান্ডে।

হ্যাডেন পায়ে হেঠে উলুন্ডির পথে রওনা হয় রাজা সেটিওয়েইয়ো-র কাছ থেকে শিকারের অনুমতি নিতে। কিন্তু অনুমতি পেয়েই যেন তার বিপত্তি হল।

শিকারে বেরিয়েছে হ্যাডেন কিন্তু সে যে জুলুদের হাতে এক প্রকার বন্দিই রয়েছে, সেটা তার অজানা নয়।

জুলুদের সেনাপতি নাহুন তার বাগদত্তা নানিয়াকে না পাওয়ার আশঙ্কা জেগে উঠল। পালানো ছাড়া বাগদত্তা নানিয়াকে পাওয়ার আর কোনো সম্ভাবনাই নেই তার সামনে। কিন্তু নানিয়া নাহুনকে পালানোর প্রস্তাব দিলেও নাহুন কোনভাবেই রাজার আদেশ অমান্য করতে চায় না।

অন্যদিকে হ্যাডেন নানিয়াকে পেতে মরিয়া হয়ে উঠেছে। সে বিভিন্ন কৌশলে নানিয়ার মন জয় করতে চেষ্টা চালায়। কিন্তু সব ব্যর্থ হয়। অতঃপর সে সিদ্ধান্ত নেয় নানিয়া,নানিয়ার বাবা আর নাহুনকে নিয়ে পালাবে সে। তার উদ্দেশ্য সীমান্ত রক্ষীদের দ্বারা নানিয়ার বাবা ও নাহুনকে হত্যা করা। এমন ভাবে সে ফাঁদটি পেতেছিল যে নানিয়া তখন হ্যাডেনকেই চাইবে মনেপ্রাণে ।

এক সময় হ্যাডেনের যুক্তিপূর্ণ বুদ্ধিতে নাহুন পালাতে রাজিও হয়।

কিন্তু শেষ পর্যন্ত প্রতারক হ্যাডেনের উদ্দেশ্য কি সফল হয়েছিল?
নাকি নিজের পাতা ফাঁদে নিজেই আটকা পড়েছিল হ্যাডেন?
জানতে হলে পড়তে হবে হেনরি রাইডার হ্যাগার্ড এর এই বইটি।


বই রিভিউ: ব্ল্যাক হার্ট এন্ড হোয়াইট হার্ট
লেখক: হেনরি রাইডার হ্যাগার্ড
অনুবাদক: আসাদুজ্জামান
প্রকাশন: প্রজাপতি প্রকাশন।
পৃষ্ঠা: ৬৩
মুদ্রিত মূল্য: তেতাল্লিশ টাকা।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: পড়া নেই।রিভিউটা ঠিক আছে। তবে আরও একটু বিস্তারিত হলে ভালো হত ।

শুভকামনা রইল।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪০

আকতার আর হোসাইন বলেছেন: আমি মূলত কোন বিষয়ে কিছু লিখতে গেলে সেই বিষয়ে কমপক্ষে ৫ টি লিখা পড়ি। তারপর নিজ থেকে লিখার চেষ্টা করি। অনেক খুঁজাখুঁজি করেও এই বইটার কোন রিভিউ পেলাম না বাংলায়। এমনিতেও ভালো লিখতে পারিনা, তার উপর এই সমস্যায় পড়েছি।

যাইহোক, পাঠ ও সুমন্তব্যের জন্যে ধন্যবাদ ও ভালবাসা নিবেন,।।

২| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল রিভিউ। :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮

আকতার আর হোসাইন বলেছেন: আপনাদের প্রশংসা , আমাদের প্রেরণা। ধন্যবাদ

৩| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা,

প্রচেষ্টা ভালো। যেহেতু আজ আপনি নিজেই ভালো রেফারেন্স পাননি,যে কারনে একটু ছোটো হয়েছে।

ঠিক আছে পরেরবার নিশ্চয় আরও ভালো হবে।

শুভকামনা জানবেন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬

আকতার আর হোসাইন বলেছেন: সর্বোচ্চ চেষ্টা থাকবে, আবারো ধন্যবাদ জানবে। ভালবাসা অফুরান .

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: মনে হচ্ছে বইটা ভালো হবে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯

আকতার আর হোসাইন বলেছেন: আমার কাছে ভালোই লেগেছে। পড়ে দেখতে পারেন..।ধন্যবাদ অসংখ্য ..।

৫| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: গুগল মামু এ বইটা খোঁজোতো :P
বইটা পড়ব।
রিভিউ এর জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.