নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিগত ব্লগসাইট : www.akterRhossain.blogspot.com \n \nফেসবুক আইডি : Akter R Hossain \n\n\nফেসবুক আইডি লিংক: www.facebook.com/ARH100

আকতার আর হোসাইন

খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।

আকতার আর হোসাইন › বিস্তারিত পোস্টঃ

বই রিভিউ: ১৯৭১ - হুমায়ূন আহমেদ

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০


ছোট্ট একটি গ্রাম নীলগঞ্জ। ময়মনসিংহ-ভৈরব লাইনের একটি স্টেশন নান্দাইল রোড। দশ মাইল উত্তরে গেলে রুলাইল বাজার। বর্ষাকালে হাঁটা ছাড়া উপায় নেই। আরও মাইল ত্রিশেক উত্তরে মধুবন বাজার। শীতকালে গরুর গাড়ি চলে। বর্ষায় হাঁটতে হয়। পুবদিকে সাত-আট মাইল গেলে মধুবনের জঙ্গলা মাঠ। তার ‘পেছনে নীলগঞ্জ গ্রাম। দরিদ্র শ্রীহীন ত্রিশ-চল্লিশ ঘরের একটি বিচ্ছিন্ন জনপদ।’ নীলগঞ্জের জলাভূমির দিকটায় একদল কৈবর্ত থাকে। গ্রামের সঙ্গে তাদের খুব একটা যোগ নেই। হুমায়ূন আহমেদ উপন্যাসোম রচনা ১৯৭১-এর ঘটনা এই নীলগঞ্জের।

এ রকম দুর্গম ও প্রায় বিচ্ছিন্ন একটা জনপদে একদল মিলিটারি এসে স্কুলঘর দখল করে বসেছে। উপন্যাসে কোনো যুদ্ধের ঘটনা নেই। পাকিস্তানি সৈনিকদের কমান্ডার এজাজ আহমেদের সঙ্গে ফুলপ্যান্ট এবং নীল রঙের হাফশার্ট পরা রফিক নামে এক যুবককে দেখা যায়। তার মাধ্যমেই মেজর এজাজ লোকজন ডেকে জেরা করছেন আর শাস্তি দিচ্ছেন। এজাজের ধারণা, জঙ্গলের মধ্যে মুক্তিযোদ্ধারা লুকিয়ে আছে, সৈনিকও থাকতে পারে।

গ্রামের মানুষগুলোর দিকে তাকিয়ে দেখব আপাত দৃষ্টিতে তাদের আত্মসম্মানবোধ নেই। তারা ভীরু। মেজর এজাজ যে রকম মনে করেন, ‘কুকুরেরও আত্মসম্মানবোধ থাকে, এদের তাও নেই।’ গল্পটি আমাদের শেষ পর্যন্ত এমন এক জায়গায় নিয়ে যাবে, যেখানে দেখব চাইলেই যুদ্ধ এড়িয়ে যাওয়া যায় না। জীবন হয়ে ওঠে তুচ্ছ।

কৈবর্ত মনাকে আগের একটা খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করে তার ১১ বছরের ভাইকেসহ প্রকাশ্যে গুলি করে মারা হলো
পাকিস্তানি মেজর এজাজের নির্দেশে। এটা করেছেন একটা ‘নিষ্ঠুরতার নমুনা’ হিসেবে। মেজর বলেন, ‘মানুষকে ভয় পাইয়ে দেবার একটা আলাদা আনন্দ আছে।’ এই বিকৃত-মস্তিষ্ক লোকটি আবার এই নৃশংসতাকে বৈধতা দিতে চায় এভাবে

—‘আমরা একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছি।
সারভাইভালের প্রশ্ন। এ সময়ে অন্যায় কিছু
হবেই।’ পৃথিবীতে মানুষের বিরুদ্ধে মানুষের নৃশংসতা ও অপকীর্তিকে এভাবে বৈধতা দেওয়ার চেষ্টাই শুধু চলে না, তাকে শ্রেয়তর এবং মহত্তর করার চেষ্টা চলে সবসময়।

কিন্তু মনা ভয় পায় না। ভাইকেও অভয় দেয়, আমাকে শক্ত কইরা ধর। আজিজ মাস্টারকে যখন উলঙ্গ করে গ্রামের ঘোরাবার নির্দেশ দিলেন মেজর এজাজ, আজিজ মাস্টার বললেন, ‘মেজর সাহেব, আমি মরবার জন্য প্রস্তুত আছি।’ অসহায় সফরউল্লাহও অবশেষে তার স্ত্রী ও বোনের চরম অপমান ও নিপীড়নের প্রতিশোধ নিতে এক সুবেদার ও এক রাজাকারের খোঁজে মাঠে নেমে পড়েছে। উপন্যাসের শুরুতে এদের এই ভূমিকা কল্পনাও করা যায়নি।


মিলিটারির উপস্থিতিতে খুব একটা প্রতিক্রিয়া দেখাল না মীর আলি। আজ নিজাম হলো আনন্দিত। একজন অন্ধ, অন্যজন পাগল। নিজাম যে পাগল, রফিক তা কীভাবে বুঝল? মেজরের এ প্রশ্নে রফিকের উত্তর,
‘ও মিলিটারি আসায় অত্যন্ত খুশি
হয়েছে।’

মিলিটারি আসায় যে লোক খুশি, সে পাগল নয় তো কি। মিলিটারি নয় বরং ঝড় খুবই আতঙ্কিত করেছে অন্ধ মীর আলিকে। এই অন্ধ ও পাগল দুই চরিত্র নীলগঞ্জের এই দুর্যোগের মধ্যে দুই ব্যতিক্রম। আর ব্যতিক্রম কুকুর, গিরগিটি, শেয়াল।

‘নিম্নশ্রেণীর প্রাণীরা অনেক কিছু বুঝতে পারে। তারা টের পায়।’

গল্পটা এক পাকিস্তানি মেজর ও এক বাংলাদেশি গ্রামের গল্প। কিন্তু এক সূক্ষ্ম পথে গল্পটি একজন পাকিস্তানি সৈনিক ও এক বাঙালি যুবকের গল্প হয়ে উঠেছে। এই যুবক রফিক, শুরু থেকেই তাকে পাকিস্তানি মেজরকে সহায়তা করতে দেখি কিন্তু তার জীবনদৃষ্টি পাকিস্তানি মেজরের সম্পূর্ণ উল্টো। বাঙালিদের আত্মসম্মানবোধ নিয়ে মেজর রসিকতা করেন। তিনি যোদ্ধাদের
খবর বের করার জন্য নৃশংসতার চূড়ান্ত করেন। তার কথা শুনতে রফিক বাধ্য। কিন্তু নির্দেশ মানার এবং মতামত দেওয়ার ক্ষেত্রে দুজনের মধ্যে আগাগোড়া একটা সূক্ষ্ম সীমারেখা টেনে
রেখেছেন লেখক কৃতিত্বের সঙ্গে।


উপন্যাসে হুমায়ূন আহমেদের স্বভাবসুলভ কিছু মজা আছে। মানুষের সূক্ষ্মাতিসূক্ষ্ম কিছু আচরণ, প্রবণতা নিয়ে তিনি মজা করেন। কিন্তু সবকিছুর ভেতর দিয়ে প্রায় দুর্গম নিস্তরঙ্গ একটি গ্রামে অল্পকিছু সময়ের মধ্যে যে ঘটনাগুলো ঘটে, তাতে দেখা যায় যুদ্ধকালের রুদ্ধশ্বাস পরিবেশ আর মানুষের ঘুরে দাঁড়ানো, মুত্যুর মুখোমুখি দাঁড়ানোর মতো সাহসী হয়ে ওঠা।

[উপরের রিভিউটি আমারবই ডট কম থেকে সংগৃহীত। ]
.
বইটি থেকে ভালো লাগার কয়েকটি উক্তি দিলাম,
[
১। "মৃত্যু একটি ভয়াবহ ব্যাপার। মৃত্যুর সামনে দাঁড়িয়ে
কে কি করবে তা আগে থেকে বলা যায় না।"

২। "মানুষকে ভয় পাইয়ে দেবার মাঝে একটা আলাদা
আনন্দ আছে।"

৩। "বিশেষ বিশেষ পরিবেশে খুব সাধারণ কথাও
অসাধারণ মনে হয়।"

৪। "কোন কোন সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক
তীক্ষ্ণ হয়ে যায়।"



বই: ১৯৭১
লেখক: হুমায়ূন আহমেদ
প্রকাশক: আফসার ব্রাদার্স
মূল্য: ১২% ছাড়ের পর রকমারিতে ১১০ টাকা।


বইটির পিডিএফ ডাওনলোড লিংক: Click This Link

রিভিউ আমি নিজেই লিখতাম। হুমায়ূন আহমেদ এর মুক্তিযুদ্ধ ভিত্তিক আরেকটি উপন্যাস "অনীল বাগচীর একদিন" পড়া শুরু করেছি। বিজয়ের মাস এসেছে। তাই এই মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়ছি। আরো কয়েকটি মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়ব ইনশাআল্লাহ।

আপনারা মুক্তিযুদ্ধ সংক্রান্ত ভালো কিছু বই সাজেস্ট করবেন অনুগ্রহ করে।

শাহরিয়ার ইমন ভাইয়ের উপদেশে হুমায়ূন আহমেদ এর "আকাশ জোড়া মেঘ" পড়েছিলাম। ভাল লেগেছে খুব। শাহরিয়ার ইমন ভাইকে অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: বেশ ভাল হয়েছে রিভিউ

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার ভাই...

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ছোট্ট কিন্তু চমৎকার একটা বই। '১৪ সালের দিকে পড়েছিলাম।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

আকতার আর হোসাইন বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ভালবাসা জানবেন....
হ্যাঁ, বইটি ছোট হলেও খুবই চমৎকার। মাত্র একটা দিনের গল্প নিয়েই এমন উপন্যাস আর পড়া হই নাই আমার।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো বই।
জোছনা ও জননীর গল্প পড়েছেন??
ওটাও চমৎকার :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৫

আকতার আর হোসাইন বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ভালবাসা জানবেন..

জোছনা ও জননীর গল্প গত বছর পড়েছি। ৪০০ পেইজের বইয়ের মধ্যে ওটাই ছিল আমার প্রথম পড়া বই।

অন্য কোন ভালো মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের সাজেস্ট করলে উপকৃত হব। একাত্তরের চিঠি, একাত্তরের ডায়েরী, একাত্তরের দিনগুলি

তাহমিমা আনামের সোনঝরা দি।

এগুলো বাদে অন্য কোন ভালো বইয়ের সাজেস্ট করার অনুরোধ রইল

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: মা - আনিসুল হক
শোভনের একাত্তর
আব্বুকে মনে পড়ে - হুমায়ুন আজাদ
হাঙর নদী গ্রেনেড - সেলিনা হোসেন
বাবা বাড়ী ফেরেনি - আনজীর লিটন

আরও বই নেটে খুঁজে নিন :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮

আকতার আর হোসাইন বলেছেন: নোটেড। আপনাকে ভালবাসা মিশেল ধন্যবাদ....

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: রিভিউ বিরক্তকর হয়নি।
গুড। আরও রিভিউ আপনার কাছে আশা করছি।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৯

আকতার আর হোসাইন বলেছেন: ভালবাসা জানিবেন প্রিয় ভাইজা....

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: আমাকেও কয়টা বইয়ের নাম দিন :)
যেকোন বিষয়ের বই...

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

আকতার আর হোসাইন বলেছেন: হুমায়ূন আহমেদ এর

মেঘ বলেছে যাব যাব

নন্দিত নরকে

শঙ্খনীল কারাগার

আহমদ ছফার

অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী

ওঙ্কার

যদ্যপি আমার গুরু

আখতারুজ্জামান ইলিয়াসের

চিলে কোঠার সেপাই

খোয়াবনামা


আর বিদেশি লেখারগুলোর মধ্যে

রিটা হেওয়ার্থ এন্ড শশাঙ্ক রিডেম্পশন - স্টিফেন কিং

আলকেমিস্ট - পাওলো কোয়েলহো

দ্য রোড ব্যাক - এরিক মারিয়া রেমার্ক

স্বপ্নসখা - ভিক্টোরিয়া হল্ট....


সবগুলো বইই আমার খুব প্রিয়....

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: হুমায়ুন তেমন পড়িনি।
ছফার বইগুলো পড়েছি।
ইলিয়াস এর বই দুটোও পড়া।
দি অ্যালকেমিস্ট আমার প্রিয় বইগুলোর অন্যতম।

বিদেশী লেখকের আরও বই এর নাম দিন।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

আকতার আর হোসাইন বলেছেন: মনে হচ্ছে আপনি সেই লেভেলের বিজ্ঞ বই পোকা... আর আমি এমনিতেও বই পড়াতে নতুন....নগন্য... তাই বইয়ের নাম চেয়ে আর লজ্জা দিবেন না... দিলাম কিছু নাম...



এ টেল অব টু সিটিজ - চার্লস ডিকেন্স

মা - ম্যাক্সিম গোর্কি

ম্যাপ অব দ্য বোনস - জেমস রোলিন্স

ওয়েটিং ফর গডো - সামুয়েল বেকেট

দি কাইট রানার - খালেদ হোসেইনি

ভালবাসা নিরন্তর...

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: কি যে বলেন B-)) আমি একজন সাধারণ পাঠক :)
এ টেল অব টু সিটিজ, মা,ওয়েটিং ফর গডো বা গডোর জন্য অপেক্ষা পড়া শেষ :)

আপনার জন্য লিস্টি দিলুমঃ
১.The Vinci code - Dan brown
2.The lost symbol
3.La miserable - Victor Hugo
4.Count of monticristo
5.Three musketeers - Alexander dumas
6.Time machine- HG Wales
7.Ivanhoe - Sir Walter Scot
8.Nobody writes to colonel -Gabriel Garsia Markej
9.নির্জনতার শত বছর
10.The pearl - john steinbeck
11.Inferno - dan brown
12.Hunchback of Notredame
13.কারাগারের রোজনামচা
14.আমি নেতাজীকে দেখেছি
15.কালবেলা - সমরেশ মজুমদার
16.কালপুরুষ
17.উত্তরাধিকার
18.মৌষলকাল
19.সাতকাহন
20.পার্থিব

বই বা লেখকের ইংরেজী বানান ভুল হতে পারে। আরও লাগলে বলবেন :)

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। ভালবাসা অহর্নিশ.....

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ এত সুন্দর রিভিউ এর জন্য ।

বইটি এ মাসের লিস্টে সংযুক্ত করলাম । কিনব ।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৭

আকতার আর হোসাইন বলেছেন: যখন কোন রিভিউ দেয়ার কারণে পাঠক উক্ত বইটি পড়ার আগ্রহ প্রকাশ করে তখন খুব আনন্দ হয়...

রিভিউ স্বার্থক.... ভালবাসা জানিবেন...

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: চমৎকার উপস্থাপনা।

১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

আকতার আর হোসাইন বলেছেন: পাঠ ও মন্তবের জন্য ধন্যবাদ জানবেন....

১২| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৫

ঝাড়ফুঁক বলেছেন: মূলধারা ৭১ - মঈদুল হাসান
https://www.rokomari.com/book/30660/muldhara--71

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.