নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিগত ব্লগসাইট : www.akterRhossain.blogspot.com \n \nফেসবুক আইডি : Akter R Hossain \n\n\nফেসবুক আইডি লিংক: www.facebook.com/ARH100

আকতার আর হোসাইন

খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।

আকতার আর হোসাইন › বিস্তারিত পোস্টঃ

লাখ লাখ টাকা ক্রিকেটারদের পুরষ্কৃত করার বিলাসিতার বিপরীতে পুড়ে যাওয়া মানুষদের জন্য নেই তেমন কোন ত্রান

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬

Our government offer a cricketer at least 10,00,000/- BDT TAKA for winning an important match but now they're offering only 1,00,000/- BDT TAKA to each family of the killed people in chawkbazar tragedy! This is insane!

- Tarek Aziz [ফেসবুক থেকে নেয়া]

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যখন ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন, যখন তার নাৎসি বাহিনী রক্তপিপাসু তখন অসকার শিন্ডলার নামের একজন লোক মানুষের জীবন বাঁচানোর মিশনে নামেন। এবং বাঁচাতে পেরেছিলেনও। নিজের জীবন বাজি রেখে প্রায় ১২০০ মানুষকে তিনি হিটলারের হাত থেকে বাঁচিয়েছিললেন। এজন্য বড় বড় সেনা অফিসারদের প্রচুর টাকা ঘুষ দিতে হয়েছিল। আর নিজের মৃত্যু ঝুঁকিতো ছিলই।

শিন্ডলার তার সারা জিবনের উপার্জিত অর্থ মানুষের প্রাণ বাঁচাতে ব্যয় করেছিলেন। এবং তিনি একবারপ আফসোসও করেছিলেন যে তার যদি আরো টাকা থাকত তাহলে তিনি আরো অনেকের প্রাণ বাঁচাতে পারতেন। এক সময় তার ব্যবসা বন্ধ হয়ে যায়। ফলে তিনি পড়ে যান অর্থসংকটে।

বিধির বিধান। পরে তিনি সাহায্য চান তাঁদের কাছে যাদের তিনি বাঁচিয়েছিলেন। এবং পরবর্তী পুরো জীবন তাঁদের সহায়তায় পার করেন।

আর আমাদের দেশে কি হয় জানেন?

ফেলানিরা প্রতি বছর মরে বি এস এফ এর গুলিতে। তাঁদের লাশ ঝুলে থাকে কাঁটাতারে। তাঁদের গগনবিদারী চিৎকারে বাংলা আকাশ, বাংলায় বায়ু, বাংলার মাটি কম্পিত হয়। কিন্তু দুঃখ, এই কান্নার শব্দ পৌছে না মানুষের মনে। আমরা সাধারণদের মনে তাঁদের কান্না পৌছালেও আমরা তাঁদের বাঁচাতে পারি না। তাঁদের জন্য কিছুই কররে পারি না।

ফেলানি আমরা তোমার জন্য কিছুই করতে পারিনি। আমাদের ক্ষমা করে দিও ফেলানি।

আমাদের সরকারের কথা কি বলব। প্রতিবছর ফেলানিরা কাঁটাতারে ঝুলে থাকে অতচ সেদিকে সরকারের কোন ভ্রুক্ষেপও নেই। ফেলানিদের বাঁচাতে পারুক বা না পারুক, অন্তঅন্তত এই নিয়ে ইন্ডিয়া সরকারের সাথে গোলটেবিলে বসে সমাধানের আআলোচনাটুকু করতে পারত।

....

চকবাজারের আগুন। ৭৮ জন এর মৃত্যু। আহতসংখ্যাটা জানিনা।


সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে, পুড়ে যাওয়া মৃত মানুষের ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ টাকা করে দেয়া হবে রাঁদের পরিবারকে, আর আহতদের ৫০ হাজার টাকা করে।

একটু থামেন স্যার....

ক্ষতিপূরণ শব্দটা আবার কি?

এই ক্ষতিপূরণ শব্দটা দেখলেই তো পায়ের রক্ত মাথায় উঠে যায়....

জিবনের আবার ক্ষতিপূরণ হয় নাকি?

জীবন কি কোন পণ্য..?

জিবনের কি ভাই ক্ষতিপূরণ হয় কোন? জীবন কি কোন শাবান তেলের মত পণ্য?

কে জানে, হয়তো তাঁদের কাছে পণ্যই।
......


অন্যদিকে দেখা যায়, একটা ম্যাচ জেতালে সাকিব তামিমরা ১০ লাখ পায় পুরষ্কার স্বরূপ। সাকিব তামিম তো আবার খুব গরিব। দশ লাখ টাকাই তোহ খুব কম হয়ে যায়...

আমি একজন ক্রিকেট পাগল মানুষ। সাকিব আল হাসানে তুখোড় ভক্ত।

ওদেরকে যখন ১০ লাখ টাকা পুরষ্কৃত করা হয় তখন অন্যরা সমালোচনা করলেও আমি সেটাকে সাপোর্ট দেয়। বন্ধুদের সাথে তর্ক করি। কারণ তারা আমাদের দেশের মানচিত্রকে বিশ্বের বুক তুলে ধরতেছে। তাই তাঁদেরকে পুরষ্কৃত করা দরকার যাতে করে তারা আরো অনুপ্রাণিত হয়।

কিন্তু প্রশ্নটা এসেই যায়। তুলনাটা স্বয়ংক্রিয়ভাবেই মাথায় এসে যায় যখন দেখি পুড়ে যাওয়া মানুষের পরিবারকে মাত্র ১ লাখ টাকা দেয়া হয়।

এমনও পরিবার আছে যাদের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিটিই পুড়ে ছাই। এক লাখ টাকা দিয়ে তারা দাঁড়াতে পারবে???


এখন আমার যেটা মনে হয়, ক্রিকেটারদের এত্ত এত্ত টাকা দেয়াটা বিলাসিতা বৈ অন্য কিচ্ছু না।


হ্যাঁ, এটা সত্য যে জিবনের কোন মূল্য হয় না। পুরো পৃথিবীরর বিনিময়েও প্রিয়জন হারানোর শোক কাটবে না।

কিন্তু সরকারের কি উচিৎ নয় ঐ পরিবারগুলোকে দেখা কিম্বা এমন কোন ব্যবস্থা যাতে তাদের বাকি জীবন অর্থাভাবে কাটাতে না হয়।

আরেকটা তথ্য:

রোবট সোফিয়াকে আনতে কত যেন খরচ হয়েছিল..??

ফেসবুক সূত্রে জেনেছিলাম ১২-১৬ কোটি টাকার মতো।
ফেসবুক নির্ভরযোগ্য মাধম্য নয়।

১০ ডিসেম্বর, ২০১৭ কালেরকন্ঠ পত্রিকায় নিউজ ছাপায় রোবট সোফিয়াকে আনতে খরচ হয়েছিল ৯০ লাখ টাকা! তাও নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তার কাছ থেকে জানা হয়েছিল।

বুঝায় যায় মূল খরচ তা ছিল না।

সেই নিউজটির লিংক: Click This Link

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: জীবনের কোন মূল্য নয় না।সরকার যদি সেই পরিবারটির ভরনপোষণের দায়িত্ব নিত, তাহলে ভাল হত।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৪

আকতার আর হোসাইন বলেছেন: আমার কথাও সেটা ভাই.... সরকারের উচিৎ ছিল তাঁদের জন্য এমন কিছু করা যাতে তাঁদের অর্থ অভাবে ভুগতে না হয়...

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৪

রাকিব আর পি এম সি বলেছেন: এধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য পৃথক ভাতা চালু করা উচিত, যা জীবিত সদস্যরা অামৃত্য পাবে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৬

আকতার আর হোসাইন বলেছেন: সহমত ভাই। কিন্তু দুর্ভাগ্য সরকার তা করি নাই...

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৯

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.