![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।
sb] প্রসঙ্গ: বীর শহীদদের নাম রাজাকারের তালিকায়
[লেখাটি পড়তে প্রথমে যে সমস্যা ছিল, সেটি এখন ঠিক কর হয়েছে। যারা প্রথমে পড়তে পারেননি তাঁদের কাছে অনুরোধ পোস্টটি আবার দেখুন]
[
চারপাশে যে আলাপ আলোচনা দেখেছি, লোকমুখে যা শুনেছি, তার আলোকে, কল্পনায় একজন রাজাকারের আজকের রাজার হাল এবং একজন বীর মুক্তিযুদ্ধার বিষাদময় জীবন যাপনের চিত্র আঁকতে চেষ্টা করেছি গতকালকের করা একটি পোস্টে। পত্রিকা কিংবা বইয়ের অথেনটিক রেফারেন্স ছিল না কোনো। পুরোটাই ছিল লোকমুখে শোনা। শ্রাবিত কথাগুলোকেই কল্পনায় আঁকা মাত্র।
শীতের নিরব রাত, ভীষণ তিমিরময়। তিমির হননের কবি তিমিরের বিনাশ করে আলো আনয়নের প্রেরণা দিয়ে গেছেনকবিতায় পুরোটাই আলো।
"আমরা বেদনাহীন- অন্তহীন বেদনার পথে।
কিছু নেই- তবু এই জের টেনে খেলি;
সূর্যালোক প্রজ্ঞাময় মনে হ'লে হাসি;
জীবিত বা মৃত রমণীর মতো ভেবে- অন্ধকারে-
মহানগরীর মৃগনাভি ভালোবাসি।
তিমিরহননের তবু অগ্রসর হ'য়ে
আমরা কি তিমিরবিলাসী?
আমরা তো তিমিরবিনাশী
হ'তে চাই।
আমরা তো তিমিরবিনাশী।"
গ্রামজুড়ে নিরব ও নির্জনতা। নির্জনতায় নির্জনতার কবির কবিতায় স্বদেশপ্রীতির তুমুল কোলাহল।
"বাংলার মুখ আমি দেখিয়াছি;
তাই পৃথিবীর রুপ খুঁজিতে যাই না আর"
প্রতি রাতের অভ্যেসের জীবনানন্দ দাশের কবিতা পড়ে ঘুমুতে যাওয়া। কাঁথার নীচে নিজেরই উষ্ণতায় খুব আরামে শুয়ে স্মার্টফোনের স্ক্রিনে পড়ছি অনলাইন পত্রিকা। একটা শিরোনামে চোখ আটকাল।
"রাজাকারের তালিকায় ভাষা সৈনিক, শহীদ ও মুক্তিযুদ্ধার নাম।"
এটাকে কি লেখার ভুল বা তথ্য সংগ্রহের ভুল বলা যায়? আজকের ডিজিটাল যুগেও যদি বলা হয় এটা সজ্ঞানে করা হয়নি, ভুল ছিল তবে বলতেই হয় আমাদের দেশ গোল্লায় যাচ্ছে। হ্যাঁ, এই সাধারণ কাজটুকুও নির্ভুলভাবে সম্পন্ন না হওয়াতে, ডিজিটালাইজেশন না থাকাতে আমি বারবার বলব দেশ গোল্লায় যাচ্ছে। আর এই নিউজটাকেও যারা ডিফেন্স করতে আসবে তাঁদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ পজিটিভ মানুষ হিসেবে নোবেল দিলেও অবাক হবার কিছু থাকবে না।
আমার কল্পিত গল্পটা যে কেবলি কল্পনা নয়, বাস্তব সত্য, এই সংবাদটি তার উপযুক্ত উদাহরণ। নব নব বিচিত্র সব প্রযুক্তির ছোঁয়ায় বিশ্ব এগোচ্ছে বুলেট গতিতে। আমরা এগোতে শুরু করেছি সবেমাত্র। তবে পেছনে রেখে যাচ্ছি পাপের কালিমা। আমরা এগিয়ে যাচ্ছি শহীদদের বুকের তাজা রক্তের উপর পায়ে হেটে। আমরা এগিয়ে যাচ্ছি মুক্তিযুদ্ধার বুকের উপর দিয়ে হেটে; তাঁদের পদদলিত করে; ক্ষমার অযোগ্য পাপের চিহ্ন নিয়ে সাথে।
গল্পে যা ব্যক্ত হল। বাস্তব যা সামনে এল। অর্থাৎএকজন রাজাকারের মুক্তিযুদ্ধা হিসেবে স্বীকৃত পাওয়া, ক্ষমতা ও সুখবিলাসে তার জীবন যাপন করা; পক্ষান্তরে একজন মুক্তিযুদ্ধার সার্টিফিকেট না পাওয়া, সম্মান না পাওয়া, তার ভবঘুরে পাগলাটে জীবন কাটানো রাষ্ট্রের জন্য চরম দায়িত্বহীনতা, দুর্নীতি, অকৃতজ্ঞতা ও কৃতজ্ঞতার পরিচয় বহন করে। এটা আমাদের ভারী লজ্জার বিষয়, ভীষণ কষ্টের।
আর, মুক্তিযুদ্ধার নাম, ভাষা সৈনিকের নাম, শহীদদের নাম রাজাকারের তালিকায় অন্তর্ভুক্ত হওয়াকে কি বলা যায়? কৃতঘ্নতা? নিমকহারামি? নাহ, এই শব্দেরও বোধ হয় অপমান হয়ে যায় তাতে। কি বলা যায়, কি বলা যায়, ধরছেনা কিছু মাথায়। যায় কি বলা সব ভুলে খুঁজছি অভিধানের পাতায় পাতায়। অভিধানে নেই কালো রঙ কোথাও। শব্দেরা সব উধাও। সব পাতা সাদা। হয়তো শব্দেরা গেছে লুকিয়ে আকাশ থেকে আকাশে, হয়তো গেছে মিলিয়ে শূন্য কিংবা রাত্রির অন্ধাকারে।। কারণ মুক্তিযোদ্ধা, শহীদদের বুকের উপর দিয়ে অগ্রসর হওয়া; তাঁদের রক্তের উপর দিয়ে পায়ে হেঁটে যাওয়ার পাপ অভিধানের কোন শব্দ নিতে চায় না।
রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাটি ভীষণ মনে পড়ছে,
'সাড়ে সাত কোটি বাঙ্গালির হে বঙ্গজননী
রেখেছো বাঙ্গালী করে, মানুষ করো নি"
লেখা: আকতার আর হোসাইন
২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২২
আকতার আর হোসাইন বলেছেন: "দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়"
"নতুন দস্যু আসে যদি, দেশ দেবো না তারে
ইস্পাত-হাড়ে গড়েছি বজ্র বহ্নি জ্বালা"
ইনশাআল্লাহ, এত সহজে ক্ষয়ে যাবে না। ক্ষয়ে যেত দিব না।তবে যা হাল হাকিকত দেখছি চারপাশজুড়ে ভরসাও বেশি পাইনা। শুধু এটুকুই জানি, দেশ দেবো না তারে।
মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৫৯
ঢাকার লোক বলেছেন: রাজাকারের লিস্টিতে ভুল নিয়ে মন্তব্য করার আগে একটা বিষয়ে হুশিয়ার হওয়া দরকার, কতিপয় অপদার্থ অকম্মা সরকারি কর্মকর্তা কর্মচারীর অদক্ষতা তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থতাই শুধু প্রমান করে, কোনোমতেই মহান মুক্তিযুদ্ধকে বা অসম সাহসী বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে ছোট করতে পারেনা, তেমনি পারেনা দেশদ্রোহী রাজাকারদের অপকর্মকে বৈধতা দিতে !
২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৮
আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:০০
কাওসার চৌধুরী বলেছেন:
দুঃখজনক। দায়িত্বশীলদের এমন দায়িত্ব-জ্ঞানহীন কর্মকান্ডে জাতি হতবাক। যারা এত দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা মেনে নেওয়া যায় না।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭
আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন। তাঁদের শাস্তি দেয়া দরকার। এরা এই তালিকা।করতে ৬০ কোট টাকা অনুদান পেয়েছে। কিন্তু তালিকা প্রকাশ করেছে হুবহু ৭২ সালের করা একটি তালিকা।
দেরিতে প্রতি উত্তর দেয়ার জন্য ক্ষমাপার্থী আমি
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: কত সহজেই মানুষ মিথ্যার আশ্রয় নেয়,
মিথ্যা বলা ভয়ানক অপরাধ। ছোট বড় অনেকেই
তা ভাবে না..
এসো সত্য বলা অভ্যাস গড়ি..
২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮
আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর মন্তব্য এর জন্য ধন্যবাদ
এসো সত্য বলার অভ্যাস গড়ি।
দেরিতে প্রতি উত্তর দেয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমা চাই
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০১
জাহিদ হাসান বলেছেন: দাম দিয়ে কিনেছি বাংলাদেশ।
এই দেশ তাদেঁর যারা এই দেশকেই কেবল ভালোবাসে।
পাকিস্তান আর ভারতের দালালদের জন্য এই দেশ না।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০
আকতার আর হোসাইন বলেছেন: দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়
দস্যু আসে যদি, দেশ দিব না তারে।
মুক্তিযোদ্ধাদের উচিৎ মন্ত্রীর নামে মানহানি মামলা করা।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
আকতার আর হোসাইন বলেছেন: দেরিতে প্রতি উত্তর দেয়ার জন্য ক্ষমাপার্থী
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভুল হয়েছে বলে পার না পেয়ে এখনই মন্ত্রীকে বরখাস্ত করা হোক...
২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
আকতার আর হোসাইন বলেছেন: যদি সৎ, নীতিবান, দায়িত্বশীল মন্ত্রী হতো তাহলে প্রকাশ্যে জাতির কাছে তিনি ক্ষমা চাইতেন। এবং পদত্যাগ করতেন।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
আকতার আর হোসাইন বলেছেন: দেরিতে প্রতি উত্তর দেয়ার জন্য ক্ষমাপার্থী
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: যে দেশে প্রধানমন্ত্রীর বংশধরের সাথে রাজাকারের সন্তানের বিয়ে হয়!
সেখানে উষ্মা প্রকাশ করে কি হবে!!!
রবী ঠাকুররে সেই বানীর কার্যকর করার সময় বয়ে যায়
ওরে সবুজ ওরে আমার কাঁচা
আধমরাদের ঘা মেরে তুই বাঁচা
২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
আকতার আর হোসাইন বলেছেন: হ্যাঁ, যথার্থ বললেন আপনি।
এত দেরিতে প্রতিমন্তব্য করার জন্য খুবই খুবই দুঃখিত, ও ক্ষমাপ্রার্থনা করছি।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:২৬
হাসান কালবৈশাখী বলেছেন:
ভুল সংসোধন হবে।
ভুল হয়েছে বলে আলবদরের গণহত্যা নৃসংসতা মিথ্যা হয়ে যায় না।
আমলাযন্ত্রে বসে থাকা ছাগু বংশবদরা কুমন্ত্রণা দেয় মন্ত্রীদের।
না বুঝে ক্রসচেক না করে সুনাম কামাতে গিয়ে দুর্নামের ভাগী হন। সাথে ভূলুণ্ঠিত হয় চেতনা - হচ্ছে প্রতিনিয়ত।
জাতীর মুক্তি স্বাধীনতা অনেক দামে এক সাগর রক্তমুল্যে কেনা। তাই এত সহজে ক্ষয়ে যাবার নয়।