নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিগত ব্লগসাইট : www.akterRhossain.blogspot.com \n \nফেসবুক আইডি : Akter R Hossain \n\n\nফেসবুক আইডি লিংক: www.facebook.com/ARH100

আকতার আর হোসাইন

খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।

আকতার আর হোসাইন › বিস্তারিত পোস্টঃ

মন খারাপের দিনে

২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:৩৬

(আপডেটেড, কিছু ছবি যোগ করা হলো)

কাকডাকা শীতের ভোর। ভেঙে গেছে ঘুম। এমন সাত সকালে আমার ঘুম ভাঙার অভ্যেস নেই। অন্যান্য সময় ঘড়িতেব এলার্ম টাইম বাজলেও ওঠতে পারি না। ঘুম থেকে জাগি এগারোটার খানিক পরে বা আগে।

আমার সকালে ঘুম থেকে ওঠা মানে বিশেষ কিছু। বিশেষ কাজের জন্য সকালে, ব্যাপারটা মোটেই এমন না। পরীক্ষার সময়েও অনেক সময় নয়টার দিকে ওঠা হয়।

সকালে ওঠা মানে কোন একটা কিছুর জন্য আমার অতিরিক্ত আগ্রহ। সেই আগ্রহের কারণে উত্তেজনা বোধ হয়। তখন ঘড়িতে এলার্ম বাজতে হয় না। মস্তিষ্কে স্বয়ংক্রিয়ভাবে এলার্ম বাজে বোধ করি।

বইপোকাদের একটি গ্রুপ আছে আমাদের জেলায়। কেবল একটি অনলাইন গ্রুপ নয়, সংঘটনও। ১০০ টাকা দিয়ে রেজিঃ করে সেই গ্রুপে থাকা বই পড়া যায়। বর্তমানে ৭০০ এর অধিক বই আছে সংঘটনটিতে। আগামীতে সংখ্যাটা আরো অনেক বাড়বে সেই প্রত্যাশা রাখি। অনেকগুলো সংঘটন আছে ব্রাহ্মণবাড়িয়ায়। কিন্তু এটিই একমাত্র সংঘটন যেটি মানুষকে বই পড়তে উৎসাহিত করে। প্রতি মাসে দুবার অথবা চারবার পাঠকদের আড্ডার আয়োজন করা হয়। প্রিয় গ্রুপটির নাম ব্রাহ্মণবাড়িয়া পাঠক মেলা। দুই বছর আগে আজকের এই দিনে(২০ তারিখে) গ্রুপটি তৈরি হয়। শুভ জন্মদিন ব্রাহ্মণবাড়িয়া পাঠক মেলা।


বর্ষপূর্তি উদযাপনের বিশাল আয়োজন। বর্তমানের খুব জনপ্রিয় একজন লেখক, হুমায়ূন সাহিত্য পুরষ্কার পাওয়া লেখক সাদাত হোসাইন এসেছেন। ওনি আমার একজন প্রিয় লেখক।

ঢাকার বাইরে বলে বইমেলায় যাওয়া হয় না বলে এই লেখককে কাছ থেকে দেখার সুযোগ নেই। দেখা সাক্ষাতের তো প্রশ্নই ওঠে না। ওনি আসছেন বলেই আমার মধ্যে উত্তেজনা, এলার্ম ছাড়াই খুব সকালে জেগে ওঠা।

আমার খারাপ গুণের মধ্যে একটি হল একা একা কিছু করতে পারি না। ফলে অনেক কিছু থেকেই বঞ্চিত হতে হয় আমায়। আজও এর ব্যতিক্রম হয়নি।

সকাল ৯ টায় দুইজন বন্ধুকে ফোন দিলাম। দুজনের সাথেই গতকাল কথা বলি পাঠক মেলার প্রোগ্রামের বিষয়ে। ওরা যেতে রাজিও হয়। কেউ-ই ফোন রিসিভ করেনি। ফলে আমার আর পাঠকমেলার প্রোগ্রামে যাওয়া হয়নি। মনটা ভীষণ খারাপ হয়ে গেলো।

বেরিয়ে পড়ি রাস্তায়। একাকি কিছু সময় পার করি। এদিক ওদিক ঘুরি। মনের বিষন্নতা কাটে না তবু।

তারপর ক্রিকেট খেলা শুরু করি। আক্ষেপ তবু যায়নি। রাতেও ক্রিকেট খেলি। যতক্ষণ খেলেছি ততক্ষণই মন ভালো ছিল। বাড়ি ফেরা মাত্রই অনুষ্ঠানে অনুপস্থিত এর কথা আবারো মনে পড়ে যায়...

নাহ। মন খারাপের দিনে আনন্দ পাবার হাতছানির মিথ্যে আয়োজন। হয়তো খারাপ লাগা একটু দূর হল। কিন্তু আফসোস আক্ষেপ দূর হবার নয়।

একা চলতে শিখতে হবে। নাহলে খারাপ কিছু অপেক্ষা করছে।
এবার পাঠকমেলার বর্ষপূর্তি অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করা যাক।

মঞ্চে সাদাত ভাই...



মঞ্চে পাঠক মেলা সংঘের সদ্যসদের ফটোশট...



চলছে পাঠকমেলার আড্ডা(এইটা অনুষ্ঠানের নয়, মাসিক আড্ডার)




সেলফি



ওহ, অটোগ্রাফ মজার গল্প করছেন হয়তো... হাসিমুখ...



আমাদের ক্রিকেট খেলার ছবি বাদ যাবে কেন...

বড় ভাইয়েরা ক্রিকেট টুর্ণামেন্ট এর আয়োজন করে। আমরা স্বাগতিক টিম। চ্যাম্পিয়ন হব বলে চিল্লাইছিলাম। কিন্ত চিল্লাইয়া কি মার্কেট পাওয়া যায়? প্রথম রাউন্ডেই আমরা বাদ...

১। আমাদের টিম এক সাথে...



২। ব্যাটিং এর সময় না কিন্তু.... এমনিই



৩।
ভাবটা এমন যেন সেঞ্চুরি করছি....



৪। সফল আয়োজন শেষে ভাই ব্রাদার্সরা এক ফ্রেমে বন্দি হলাম...




পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ.....






মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২০ ভোর ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


আপনি একা একা কিছু করতে না পারলে বিয়ে করে ফেলেন।

২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৯

আকতার আর হোসাইন বলেছেন: হাহাহা.... মন্দ বলেন নাই.... চাচা... বিয়ে তো অনেকদূর...

২| ২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: প্রতিটা জেলায় না, প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা মহল্লায় দুইটা করে লাইব্রেরী দরকার।

২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৯

আকতার আর হোসাইন বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া.. আমার থানায় তো আছে বিশাল এক লাইব্রেরী। অনেক বই আছে।

আমাদের গ্রামে ছিল একটা লাইব্রেরী। এখন নেই। যখন টাকা পয়সা হবে নিজ উদ্যোগেই লাইব্রেরী গড়বো।

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৬

আকতার আর হোসাইন বলেছেন: www. brahmanbaria .gov .bd সাইটে এই মাত্র দেখলাম যে আমাদেরর জেলায় ৪৭ টি লাইব্রেরী আছে। আমার ধারণা আরো কিছু আছে। আমি পুরো তালিকাটি দেখলাম। আমাদের গ্রামে আগে একটা লাইব্রেরী ছিল, এখন নেই। লিস্টে এটার নাম নেই।

যাক, ৪৭ টা লাইব্রেরী আছে। কোনটাতে ৫০ টি বই... কোনটাতে ১০০ টি বই... কোনটাতে ৫০০ টা।

আবার কয়েকটি হাজার ছাড়িয়ে গেছে। সবচেয়ে বেশি যেটার সেটাতে সাত হাজার প্লাস আছে।


কিন্তু এই লাইব্রেরী নতুন নতুন পাঠক সৃষ্টি করতে কোন কার্যক্রম গ্রহণ করে না। উৎসাহিতকরণ হয় না।

কিন্তু পাঠক মেলা গ্রুপটির মাধ্যমে অত্যন্ত আনন্দের সাথে এসব করা হয়। পাঠকদের আড্ডার আয়োজন করা হয়। দেখলেই মন জুড়িয়ে যায়। আমি কোন আড্ডায় অংশ না নিলেও ফেবুতে ছবি দেখেই যা খুশি হয়....

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৭

আকতার আর হোসাইন বলেছেন: দোয়া রাখবেন ভাই... আমাদের এলাকায় এককটা লাইব্রেরী গড়ে তোলার প্রচুর ইচ্ছা আছে আমার...

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৪

আকতার আর হোসাইন বলেছেন: যা বলেছিলাম তাই সত্য হল। আমাদের জেলার সবচেয়ে বড় গ্রন্থাগারের নামই নেই তালিকাটিতে। সবচেয়ে বড় গ্রন্থাগারটিতে বই সংখ্যা ২৬১৩১ টি।

৩| ২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সবাই সব কাজে আসবে না।কিছু কাজ নিজেই করে ফেলুন।

২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫০

আকতার আর হোসাইন বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া... সব কাজে সঙ্গী খুঁজতে নেই।

৪| ২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩০

পদ্মপুকুর বলেছেন: সাদাত হোসাইনের নিঃসঙ্গ নক্ষত্র পড়েছি।

২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৩

আকতার আর হোসাইন বলেছেন: কেমন লেগেছিল...?

আমি ওনার একটা মাত্র বই পড়েছি। সেটা 'মানবজনম'

ওনার বইয়ের পিডিএফ পাওয়া যায় না। তাছাড়া দামও থাকে অনেক বেশি। এজন্য পড়া হয় না।


নিঃসঙ্গ নক্ষত্র বাংলালিংক বইঘর এপ থেকে ২২ টাকা অথবা ২৫ টাকায় কিনেছিলাম। কিন্তু কয়েকদিন পরেই আমার মোবাইল চুরি হয়ে যায়। ফলে আর পড়া হয়নি।।।

৫| ২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১১

পদ্মপুকুর বলেছেন: আমার কাছে বইটা আছে, আপনি চাইলে আমি আপনাকে গিফট হিসেবে পাঠাতে পারি।

২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৪

আকতার আর হোসাইন বলেছেন: আহ! মনটা ভরে গেলো ভাইয়া।ভালোবাসায় সিক্ত হলাম যেনো।

লাগবে না ভাইয়া... সিমটা ওঠালে আবার ডাওনলোড করা যাবে সম্ভবত। বেশি দামের বই তো, কিনতে মন চাই না। টিওশনের টাকা দিয়ে কিনতে হয়। এখন জেলা শহরে আছি। লাইব্রেরীতে গেছি কিছু জবের বই কেনার জন্য। একটি বই কোথাও পায়নি। বেঁচে যাওয়া টাকায় কিনে ফেললাম একাত্তরের দিনগুলি। যদিও এইটা আগে পড়েছি।

আপনার কোন বই কি আসছে এবারের বইমেলায়
আর বইটি কেমন লেগেছে সেটা কিন্তু জানালেন না...

ভালোবাসা বিরামহীন....

৬| ২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৪

পদ্মপুকুর বলেছেন: টু বি অনেস্ট, আমার কাছে গতিশীল মনে হয়নি। প্রব্লেমটা তাঁর লেখায় নয়, প্রব্লেম হুমায়ুন আহমেদ। আগেও কারো একজনের লেখায় মন্তব্য করেছিলাম 'আমরা যারা হুমায়ুন পড়ে বড় হয়েছি, তাদের কাছে লেখা তুলনার মানদণ্ড হুমায়ুন আহমেদ। প্রব্লেমটা সেখানেই।

আপনি সাদাত হোসাইনের যে পুরস্কারটার কথা উল্লেখ করেছেন, সেটা আয়োজনের একটা পক্ষের লোক আমি। তাই বইটা আমার কাছে আছে। আপনি যেহেতু পড়ুয়া মানুষ এবং তাঁকে পছন্দ করেন, আমি বইটা আপনাকে দিতেই পারি। ব্লগারপ্রেম বলে কথা!!

অনুগ্রহ করে আপনি আমাকে ঠিকানাটা ইনবক্স করেন [email protected]

আর বইমেলায় বই আসার মত কেউ আমি নই, ওটা রাজীব নুরের কাজ :-P

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:১৬

আকতার আর হোসাইন বলেছেন: একেকজনের একেকরম মতামত। সবার মতামতকেই শ্রদ্ধা করি।।।


ব্লগারপ্রেমে মুগ্ধ হলাম।। চির অটুট থাকুক ব্লগারপ্রেম.... অটুট থাকুক ভালোবাসা...

৭| ২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

হাবিব বলেছেন: আমাদের গ্রামে একটা লাইব্রেরি করতে চেয়েছিলাম। বিভিন্ন কারনে করতে পারিনি। আপনার জেলায় পাঠক মেলার কথা জানতে পেরে মনে হচ্ছে আমিও এমরকম একটা সংঘ করতে পারি।

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৩০

আকতার আর হোসাইন বলেছেন: এরকম একটা সংঘটন করে ফেলুন তাহলে স্যার...

আপনাকে আমি আমাদের পাঠকমেলার ফেসবুক গ্রুপে এখনি যুক্ত করে দিব। একটু ঘুরে দেখবেন শুধু। কি সুন্দর একটা গ্রুপ....
তারপর না হয় লিভ নিয়েন।

৮| ২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

হাবিব বলেছেন: মন খারাপ করবেন না। সবকিছু মেনে নিতে শিখুন। কষ্ট লাগবে না।

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৩২

আকতার আর হোসাইন বলেছেন: আমি যা আছি, তাই নিয়েই সন্তুষ্ট। আমি আমার মত করে সুখে আছি। আলহামদুলিল্লাহ...

আসলে স্যার.. এই কথাটা অন্তর থেকে কেনো জানি বলতে পারি না... যদি পারতাম তবে জীবনের সব দুঃখ মুছে যেত নিমিষেই....

জীবন হত সুন্দর... অকৃত্রিম..

৯| ২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪০

হাবিব বলেছেন: অ্যাড করেছেন আমাকে?

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৫

আকতার আর হোসাইন বলেছেন: ওহ, মনে ছিল না স্যার.... বিলম্ব হবার জন্য দুঃখিত। এখন করলাম... এই মাত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.